• 'সফট পর্ন স্টার!' ঊর্মিলা মাতন্ডকর সম্পর্কে কঙ্গনার মন্তব্য নিয়ে আসরে কংগ্রেস
    এই সময় | ২৬ মার্চ ২০২৪
  • কঙ্গনা রানাউত সম্পর্কে আপত্তিকর মন্তব্য পোস্ট করে বিপাকে পড়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত। জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করা হয়েছে। এই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই কঙ্গনা রানাউতের পুরনো মন্তব্য টেনে টিপ্পনি কংগ্রেসের। ঊর্মিলা মাতন্ডকরকে উদ্দেশ্য করে বলা অভিনেত্রীর একটি বাক্য নিয়ে এবার আসরে হাত শিবির।একটা সময় কংগ্রেসে যোগ দিয়েছিলেন ঊর্মিলা মাতন্ডকর। কিন্তু, বহুদিন দিন দল ছেড়েছেন। জনপ্রিয় এই অভিনেত্রীকে একবার 'সফট পর্ন স্টার' বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। তাঁর একটি পুরনো ভিডিয়ো পোস্ট করে যুব কংগ্রেসের সভাপতি বিভি প্রেসিডেন্ট বলেন, 'সুপ্রিয়াজির অ্যাকাউন্ট থেকে যে পোস্টটি করা হয়েছিল তা নিঃসন্দেহে আপত্তিকর। তিনি কেবলমাত্র সেটি ডিলিট করেছেন তা নয়, বিষয়টি কী ভাবে হয়েছিল তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যাও দিয়েছিলেন। নিজের সপক্ষে যথেষ্ঠ যুক্তিও রয়েছে সুপ্রিয়াজির।' এরপর BJP-র মাণ্ডি লোকসভার প্রার্থীকে কংগ্রেসের এই যুবনেতার প্রশ্ন, 'আপনি কি করেছিলেন? মনে করে দেখুন। ঊর্মিলা মাতন্ডকরকে আপনি সফট পর্ন স্টার বলে বেনজির আক্রমণ করেছিলেন তাও আবার অনলাইন টেলিভিশনে। এই মন্তব্য কি আপনি ফেরাবেন?'

    কংগ্রেসের তরফে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছিল, তাতে কঙ্গনা রানাউতকে বলতে শোনা যাচ্ছে, 'ঊর্মিলা মাতন্ডকর একজন সফট পর্ন স্টার। আমি জানি একটা অনেক কড়া কথা বলে ফেললাম। আমি আপনাদেরকেই প্রশ্ন করতে চাইছি। উনি তো অভিনয়ের জন্য জনপ্রিয় নন। তাহলে কীসের জন্য? সফট পর্নের জন্য। তাই না? তিনি যদি কোনও রাজনৈতিক দলের থেকে টিকিট পেতে পারেন, তাহলে আমি কেন পাব না?'

    অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চনকে অসম্মান করার অভিযোগ উঠেছিল কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। সে সময় সরব হয়েছিলেন ঊর্মিলা মাতন্ডকর। একটি ইন্টারভিউতে ঊর্মিলা বলেন, 'কঙ্গনার যখন জন্ম হয়নি তখন জয়জি চলচ্চিত্র জগতে এসেছিলেন। আমরা এমন একজনকে নিয়ে কথা বলছি যিনি কিংবদন্তী। তাঁর মতো একজন ব্যক্তিত্বকে অসম্মান করার অধিকার কারও নেই।'

    উল্লেখ্য, ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে লোকসভায় ডেবিউ করেছিলেন ঊর্মিলা মাতন্ডকর। মুম্বই উত্তর কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি। ২০২০ সালে কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে তিনি শিবসেনায় যোগদান করেছেন।

    এদিকে, সুপ্রিয়া শ্রীনেতের মন্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের মুখে প্রতিক্রিয়া দিয়েছেন কঙ্গনা। হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী বলেন, 'আপত্তিকর মন্তব্য নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য জানিয়েছি। BJP সভাপতি জেপি নাড্ডা আমায় সাক্ষাতের জন্য ডেকে পাঠিয়েছেন। তাঁর সঙ্গে কথা বলার পর আমি এই নিয়ে মন্তব্য করব। আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়েও চিন্তাভাবনা রয়েছে। আমার জন্মস্থান মাণ্ডিকে ছোট কাশ্মীর বলা হয়। এই ধরণের কটুক্তি মাণ্ডির মানুষের মনে আঘাত করেছে।'
  • Link to this news (এই সময়)