চলতি সপ্তাহে টানা ৪ দিন বন্ধ রুবি মেট্রো, জানুন কবে
এই সময় | ২৭ মার্চ ২০২৪
কিছুদিন আগেই চালু হয়েছে কবি সুভাষ - হেমন্ত মুখোপাধ্যায় সেকশনের মেট্রো পরিষেবা। এবার চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনের কারণে ২ দিন বন্ধ থাকতে চলেছে এই রুটের মেট্রো চলাচল। এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ২ দিন ওই রুটে কোনও বাণিজ্যিক পরিষেবা চলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে মেট্রোর তরফে।প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা স্ট্রেচে CCRS পরিদর্শন সংক্রান্ত কিছু অপারেশনাল প্রয়োজনীয়তার কারণে, অরেঞ্জ লাইনের (বাণিজ্যিক পরিষেবা) কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে আগামী ২৮ ও ২৯ তারিখ অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। অর্থাৎ এই ২ দিন কবি সুভাষ - হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে কোনও বাণিজ্যিক মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
এই বিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একটি ভিডিও বার্তায় বলেন, 'চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির একটি পরিদর্শন আছে, সেটি হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলিয়াঘাটা পর্যন্ত। মেট্রো রেলের নতুন একটি লাইন হচ্ছে। সেই কারণে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন আছে বৃহস্পতিবার ও শুক্রবার। এই দুই দিন হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে কবি সুভাষ পর্যন্ত কমলা লাইনে কোনও মেট্রো চলাচল করবে না। মেট্রো পরিষেবা বন্ধ থাকবে আগামী ২৮ মার্চ বৃহস্পতিবার ও ২৯ তারিখ শুক্রবার।' এক্ষেত্রে যাত্রীদের অসুবিধার জন্য গভীরবাবে দুঃখ প্রকাশ করা হয়েছে মেট্রোর পক্ষ থেকে।
এদিকে এই রুটে সাধারণত সপ্তাহের সোম থেকে শুক্রবার পর্যন্ত পাওয়া যায় মেট্রো পরিষেবা। শনি ও রবিবার এই লাইনে কোনও মেট্রো পরিষেবা পাওয়া যায় না। সেক্ষেত্রে হিসেব মতো বৃহস্পতি থেকে রবি, মোট ৪ দিন এই লাইনে মিলবে না কোনও মেট্রো পরিষেবা। যার জেরে সমস্যার মধ্যে পড়তে হতে পারে ওই রুটের যাত্রীদের। প্রসঙ্গত, এই রুটে সপ্তাহের ৫ দিন ২০ মিনিটের ব্যবধানে পাওয়া যায় মেট্রো পরিষেবা। সকাল ৯টা থেকে শুরু হয় মেট্রো চলাচল। আর বিকেল ৪টে ৪০ মিনিটে ছেড়ে যায় শেষ মেট্রো। এর ফলে বাইপাস সংলগ্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় যাত্রীদের। উল্লেখ্য, কবি সুভাষ - হেমন্ত মোখোপাধ্যায় সেকশনের পাশাপাশি, জোকা - মাঝেরহাট এবং এসপ্ল্যানেড - হওড়া ময়দান মেট্রো সেকশনরও উদ্বোধন হয়েছে একইসঙ্গে।