BJP Candidate Name : ডায়মন্ড হারবার, বীরভূম সহ আরও ৪ কেন্দ্রে প্রার্থীর খোঁজ নেই! কবে নাম ঘোষণা? বিজেপি নেতা বললেন...
এই সময় | ২৭ মার্চ ২০২৪
১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন। সেক্ষেত্রে আর হাতে এক মাসও নেই। কিন্তু, এখনও পর্যন্ত চার লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। এই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। সবথেকে চর্চিত কেন্দ্র হল ডায়মন্ড হারবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কাকে প্রার্থী করতে চলেছে বিজেপি, বাম, কংগ্রেস, তা জানতে মুখিয়ে অনেকেই। কিন্তু, এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি।১৩ মে বীরভূমে নির্বাচন। সেখানেও এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। পাশাপাশি ঝাড়গ্রাম কেন্দ্রেও নির্দিষ্ট করা হয়নি যে কে ভোটে লড়বেন। আসানসোল কেন্দ্রে প্রার্থী হিসেবে প্রথমে গায়ক পবন সিংকে বেছে নেওয়া হলেও তিনি না লড়ার কথা জানিয়েছিলেন। সবমিলিয়ে এই কেন্দ্রেও জট অব্যাহত।
মঙ্গলবার উপনির্বাচনে রাজ্যে দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। স্বাভাবিকভাবেই প্রত্যাশা বাড়ছে বিজেপির পরবর্তী প্রার্থী তালিকা নিয়ে। শীঘ্রই এই কেন্দ্রগুলিতে প্রার্থী ঘোষণা করা হোক, চাইছেন নীচু তলার কর্মীরা।
পাশপাশি কিছুটা হতাশার সুর শোনা গিয়েছে বিজেপির নীচু তলার কর্মীদের মধ্যে। তাঁদের কথায়, ‘তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর কেটে গিয়েছে ১৬ দিন। তাঁরা ইতিমধ্যেই প্রচার ময়দান থেকে শুরু করে দেওয়াল লিখন সব জায়গাতেই দাপিয়ে বেড়াচ্ছে। দল প্রার্থীদের নাম ঘোষণা করলে প্রচার ময়দানে জোর বাড়ানো সম্ভব হবে।’
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে প্রার্থী তালিকা ঘোষণা করবে BJP? রাজ্য গেরুয়া শিবিরের নেতারা অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না। তাঁদের কথায়, কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এদিকে কটাক্ষের সুর শোনা গিয়েছে তৃণমূল নেতাদের কণ্ঠে। প্রার্থীরাই ময়দানে না থাকায় কর্মীরা ঠাহর করতে পারছেন না তাঁরা কী করবেন, এই মন্তব্য করতে শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের। কিছুদিন আগেই জয়প্রকাশ মজুমদার কটাক্ষের সুরে বলেছিলেন, বিজেপি হয়তো ডায়মন্ড হারবারে প্রার্থীই দেবে না।
বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য পালটা সরব হয়েছেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। তিনি বলেন, ‘বিজেপির নীচু তলার কর্মীরা নন, আসলে তৃণমূল জানতে চাইছে তারা কার কাছে হারতে চলেছে। সঠিক সময়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।’ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে রাজ্যের ৪২টি ৪২ আসনে প্রার্থী ঘোষণা করবে গেরুয়া শিবির? এখন তা নিয়ে চলছে প্রতীক্ষা।