• তৃণমূল ছাড়া রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দিয়েছে একমাত্র এই দল, প্রচারও চলছে জোরকদমে
    এই সময় | ২৭ মার্চ ২০২৪
  • আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে দিল্লি দখলের লড়াই! দেশের প্রধানমন্ত্রী বাছাইয়ের মহারণে নেমে পড়েছেন সবাই। দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রার্থী দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। আমাদের রাজ্যের ক্ষেত্রে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে।তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি প্রথম সারির রাজনৈতিক দলগুলো এখনও পর্যন্ত পুরো প্রার্থী তালিকা ঘোষণা করেনি। বিজেপির তরফে দীর্ঘ টালবাহানা পর এখনও পর্যন্ত ৩৮টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একটি কেন্দ্র আসানসোল আগে প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেলেও পবন সিং নিজের নাম তুলে নেওয়ার কারণে ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম, বীরভূম বাদ দিয়ে আসানসোল কেন্দ্র থেকেও নতুন নাম ঘোষণা করা বাকি আছে।

    অন্যদিকে, বামফ্রন্টের তরফেও ৪২টি কেন্দ্রের মধ্যে ২১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে বেশ কিছু আসনে কংগ্রেস বা অন্যান্য দলের সঙ্গে আসন সমঝোতার কারণে প্রার্থী দেওয়া হবে না বামেদের তরফে। পাশাপাশি, কংগ্রেস তরফে এখনও পর্যন্ত ৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ISF এর তরফেও ৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

    তবে, তৃণমূল কংগ্রেস ছাড়াও রাজ্যে আরও একটি দল সম্পূর্ণ ৪২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেটি হল এসইউসিআই। সারা বছর বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে প্রতিবাদ, আন্দোলন করতে দেখা যায় এই রাজনৈতিক দলকে। বাম মনস্ক এই রাজনৈতিক দল একাধারে সিপিএম এবং সিপিআইকে দুষেছে বৃহত্তর বাম ঐক্য না হওয়ার জন্য। তবে ইতিমধ্যে অনেক বড় বড় রাজনৈতিক দলের আগেই রাজ্যের ৪২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে SUCI-এর তরফে।

    গত কয়েকটি লোকসভা না বিধানসভা নির্বাচনে কোনও আসনে SUCI প্রার্থী জিততে না পারলেও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে পিছপা হয়নি তাঁরা। প্রত্যেকবারই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে দেখা যায় তথাকথিত রাজ্যের এই ছোট রাজনৈতিক দলকে। এবার তার অন্যথা হয়নি। অন্যান্য, বৃহৎ আকারের রাজনৈতিক দল যেখানে এখনও প্রার্থী বাছাই করতে বা আসন সমঝোতার রফাসূত্র বের করতে হিমশিম খাচ্ছে সেখানে রাজ্যের সব কয়টি আসনের জন্যেই প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে লোকসভা নির্বাচনে তাঁদের প্রার্থীরা কতোটা ছাপ ফেলবে, সেটা ভবিষ্যতই বলবে।
  • Link to this news (এই সময়)