• মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপনে তোলপাড় আমেরিকা
    আজকাল | ২৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্বে এই প্রথম জীবন্ত কোনও মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপনের সফলতার খবরে তোলপাড় শুরু হয়েছে আমেরিকায়। শূকরের কিডনির জিনগত পরিবর্তন এনে আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের জেনারেল হাসপাতালের ট্রান্সপ্লান্ট সেন্টারের চিকিৎসকরা শনিবার মানুষের শরীরে সফলভাবে বসিয়েছেন। এই ঘটনাতেই আমেরিকার সাধারণ মানুষের মাঝে পড়ে যায় হইচই।হাসপাতাল সূত্রে খবর, যে ব্যক্তির শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে সে কিডনির রোগে ভুগছিলেন এবং অসুখের একেবারে শেষ পর্যায়ে ছিলেন। তবে কিডনিটি তার দেহে স্থাপন করার আগে জিনগত পরিবর্তন আনা হয়েছিল। ৬২ বছর বয়সী রিক স্লেম্যানের শরীরে শনিবার চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে ওই কিডনি প্রতিস্থাপন করা হয়।চিকিৎসকরা জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং শীঘ্রই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করছেন। চিকিৎসকরা বৃহস্পতিবার আরও জানান, রিক স্লেম্যানের শরীরের নতুন কিডনিটি বছরের পর বছর টিকে থাকতে পারে। তবে স্বীকার করেছেন, প্রাণী থেকে মানুষের শরীরে কোনও অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে অনেক অজানা বিষয় থাকতে পারে। সেক্ষেত্রে সমস্যা দেখা দিতেও পারে।
  • Link to this news (আজকাল)