• ২২ নভেম্বর শুরু হবে গাভাসকর-বর্ডার সিরিজ
    আজকাল | ২৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ভেন্যু আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বর্ডার-গাভাসকর ট্রফির দিনক্ষণ প্রকাশিত হল। ১৯৯১-৯২ সালের পর থেকে প্রথমবার পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। মঙ্গলবার তারই সূচি ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ২২-২৬ নভেম্বর পারথে প্রথম টেস্ট। তারপর ৬ থেকে ১০ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট দিন রাতের। গোলাপি বলে খেলা হবে টেস্ট। ১৪-১৮ ডিসেম্বর ব্রিসবেনে তৃতীয় টেস্ট। ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে মেলবোর্নে চতুর্থ টেস্ট। নতুন বছরে শুরু পঞ্চম টেস্ট। ৩ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ টেস্ট। পারথের নতুন স্টেডিয়ামে এখনও পর্যন্ত চারটে ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। ২০১৮ ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে জয় দিয়ে শুরু। যদিও সিরিজ জেতে ভারত। ২০২০-২১ সিরিজে পারথে কোনও টেস্ট রাখা হয়নি। জানানো হয়েছে, ভারত এবং অস্ট্রেলিয়ার টাইমজোনের কথা মাথায় রেখে পারথে খেলা রাখা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় টেস্টের মধ্যে ন"দিনের বিরতি আছে। গোলাপি বলের টেস্টের আগে ভারতকে প্র্যাকটিসের সুযোগ দেওয়ার জন্যই এই গ্যাপ রাখা হয়েছে। ক্যানবেরাতে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারে ভারতীয় দল। 
  • Link to this news (আজকাল)