• প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিজেপির গ্রুপ লেফট রুদ্রনীলের! দল ছাড়ার ইঙ্গিত'...
    আজকাল | ২৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এবার বিজেপিতে টিকিট ক্ষোভ। প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিজেপির একাধিক গ্রুপ ছাড়লেন রুদ্রনীল ঘোষ। তবে বিজেপি নেতার বক্তব্য, তিনি দল ছাড়েননি। জানা গিয়েছে, বিজেপির ১২টি অফিশিয়াল গ্রুপে এখনও রয়েছেন রুদ্রনীল। কিন্তু প্রার্থী তালিকায় নাম না থাকায় খানিকটা হলেও অভিমান ঝরে পড়েছে রুদ্রনীলের গলায়। তিনি বলেন, "একটি তো মন খারাপ হয়েছেই। মি অভিমানী কিন্তু বিক্ষুদ্ধ নই। ময়দানে পড়ে থেকে লড়াই করেছি। ভবানীপুরের মত কেন্দ্র থেকে লড়াই করেছি। স্বাভাবিকভাবেই টিকিট পাওয়ার আশা তো থাকবেই।" গ্রুপ লেফট করার প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, "যে যখন পারত আমায় কোনো না কোনো গ্রুপে ঢুকিয়ে দিত। একসঙ্গে ৭৭টা গ্রুপে ছিলাম আমি। দোলের দিন ফাঁকা ছিল সব গ্রুপ থেকে সরে গিয়েছি। তবে বিজেপির অফিশিয়াল গ্রুপ সহ ১২টা গ্রুপে আছি আমি।" বাংলায় এখনও চারটি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। ডায়মন্ডহারবার, বীরভূমের মত হেভিওয়েট কেন্দ্র রয়েছে সেই তালিকায়। এখনও যে টিকিট পেতে পারেন সেই আশাতেই বুক বাধঁছেন বিজেপি নেতা।
  • Link to this news (আজকাল)