সুদীপ রায়চৌধুরী: চৈত্রের শেষেই ৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রার পারদ। দেশজুড়ে ৭ দফা ভোটগ্রহণ চলবে ভরা গরমে। নির্বাচনের দিন অতিরিক্ত গরম পড়লে কী করবেন? এ বিষয়ে প্রয়োজনীয় বন্দোবস্ত করতে নির্দেশ দিল নির্বাচন কমিশন।
১৯ এপ্রিল শুরু হচ্ছে ভোটগ্রহণ প্রক্রিয়া। চলবে ১ জুন পর্যন্ত। অর্থাৎ ঋতুচক্রের প্রথম দুমাস বৈশাখ ও জৈষ্ঠ্য মাস জুড়ে দফায় দফায় চলবে ভোটগ্রহণ। স্বাভাবিকভাবেই উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখীই থাকবে। ভোটের দিন রাজনৈতিক উত্তাপের সাথে সাথে বাড়তে পারে তাপমাত্রাও। ভোটারদের কথা মাথায় রেখেই একগুচ্ছ নির্দেশিকা জারি করল কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশিকা
ভোট দিতে গিয়ে কোনও ব্যক্তির ?সান স্ট্রোক? হলে কী ব্যবস্থা নেওয়া হবে? কমিশনের পরামর্শ: