দিলীপের ?কুমন্তব্য? নিয়ে জেলাশাসকের রিপোর্ট চাইল কমিশন, তৃণমূলের অভিযোগেই ব্যবস্থা
প্রতিদিন | ২৭ মার্চ ২০২৪
সংবাদ প্রতিদিন ব্যুরো: দিলীপ ঘোষের ?কুমন্তব্য? নিয়ে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। তৃণমূলের অভিযোগ দায়েরের একঘণ্টার মধ্যে পদক্ষেপ করল তারা। সেই প্রেক্ষিতে ১ ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
চব্বিশের ভোটে (2024 Lok Sabha Election) মেদিনীপুর নয়, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। মঙ্গলবার সেখানে ভোটপ্রচারে বেরিয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর নামে অশালীন ভাষা প্রয়োগ করেন তিনি। বলেন, ”উনি গোয়ায় গিয়ে বলেন, ‘আমি গোয়ার মেয়ে’। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ‘ত্রিপুরার মেয়ে’। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।” তাঁর এই মন্তব্যে স্বভাবতই তৃণমূলের অন্দরে ক্ষোভ জমতে বেশি সময় নেয়নি। কিছুক্ষণের মধ্যেই কমিশনে চিঠি দেয় তারা। বুধবার সকাল ১০টায় তৃণমূলের প্রতিনিধি দল কমিশনের দ্বারস্থ হচ্ছে। দিলীপের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানাবে ঘাসফুল শিবির। তবে তার আগেই পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট চাইল কমিশন।
এদিকে এদিন বর্ধমানে প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পড়েন দিলীপ। তাঁকে ঘিরে গোব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। এদিনই পুজো দিয়ে প্রচার শুরু করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এর পর প্রচারে বের হতেই তাঁকে ঘিরে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ। এর কয়েক ঘণ্টার মধ্যেই জেলাশাসকের কাছে পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট চাইল কমিশন।