• লোকাল ট্রেনের চালক-গার্ডদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন, যাত্রাও আরও নিরাপদ
    এই সময় | ২৭ মার্চ ২০২৪
  • কেবল মানসিক নয়, ট্রেনের চালক ও গার্ডদের শারীরিক ভাবেও তরতাজা থাকতে হবে। রেলে এখন শূন্যপদের সংখ্যা বিপুল। এই অবস্থায় শুধু দূরপাল্লার ট্রেনের চালক ও গার্ডদেরই পাশাপাশি ইএমইউ লোকালের পাইলট ও গার্ডদেরও কাজের চাপ এখন খুবই বেশি। সেই জন্য সব রকমভাবে তাঁদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে রেল বোর্ডের তরফে। তারই জেরে লোকাল ট্রেনের মোটরম্যান ও গার্ডের কেবিনকে শীতাতপ নিয়ন্ত্রিত করতে উদ্যোগী হয়েছে রেল। সেই উদ্যোগে স্বভাবতই পূর্ব রেলও সামিল।এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, 'এ পর্যন্ত আমরা ২৪৬টি লোকাল ট্রেনে মোটরম্যান্যানস ক্যাবকে এসি-নিয়ন্ত্রিত করেছি। এর মধ্যে হাওড়া ডিভিশনে ১১০টি এব আসানসোল ডিভিশনে ১৩৬টি ট্রেন।' ট্রেনের চালক ও গার্ডদের জন্য নিয়মিত স্বাস্থ্য শিবিরের আয়োজনও করে ভারতীয় রেলের প্রতিটি জ়োন। মাস কয়েক আগে ট্রেনের পাইলট ও গার্ডদের বাড়ির সদস্যদেরও কাউন্সেলিংয়ের জন্যও ক্যাম্প করা হয়েছিল। সেই ক্যাম্পে রেলকর্মীদের পরিবারের সদস্যদের বোঝানো হয়েছিল, কতটা কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয় তাঁদের।

    পাইলট ও গার্ডদের সতর্কতার উপর নির্ভর করছে অন্তত এক-দেড় হাজার যাত্রীর নিরাপত্তা। তাই, ওঁরা প্রতিদিনই মানসিকভাবে তরতাজা ও শারীরিকভাবে ঝরঝরে অবস্থায় ডিউটি করবেন, এমনটাই কাম্য। তাই রোজ দীর্ঘ কয়েক ঘণ্টা ট্রেনের যে ছোট কেবিনে বসে টানা কাজ করতে হয় তাঁদের, সেই কেবিনটি যতটা সম্ভব আরামদায়ক করতে রেল পদক্ষেপ করেছে।

    প্রসঙ্গত, সেরা দেশেই ট্রেন পরিষেবার ওপর বহু মানুষ নির্ভরশীল। তার মধ্যে একট বিশেষ ভূমিকা থাকে লোকাল ট্রেনের। হাওড়া, শিয়ালদার মতো ডিভিশনে প্রতিদিন প্রচুর মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করেন। তাঁদের মধ্যে একটা বড় অংশই নিত্যযাত্রী। তাঁরা কেই কর্মসূত্রে, কেউ পড়াশোনার কাজে, কেই আবার অন্য কোনও প্রয়োজনে লোকাল ট্রেনে সফর করে। আর এত মানুষকে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব যাঁদের উপর থাকে, তাঁরা হলেন ট্রেনের ড্রাইভার ও গার্ড। আর তাই ট্রেনের চালক ও গার্ডদের আরও একটু স্বাচ্ছন্দ্য দিতে উদ্যোগী রেল। কর্তৃপক্ষের আশা, এর ফলে মানসিক ও শারীরিকভাবে আরও অনেকটাই তরজাতা ও সতেজ থাকবেন ট্রেনের গার্ড এবং চালকরা। আর চালক এবং গার্ডরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে আরও বেশি ভালো পরিষেবাও দিতে পারবেন তাঁরা।
  • Link to this news (এই সময়)