Baltimore Bridge Collapse Casualties : কনকনে ঠান্ডা জলে তলিয়ে মৃত্যু! বালটিমোর ব্রিজ দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি, বন্ধ উদ্ধারকাজ
এই সময় | ২৭ মার্চ ২০২৪
বালটিমোর ব্রিজ দুর্ঘটনায় ছয় জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। উদ্ধারকাজ স্থগিত করে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে ছয়জনের কোনও খোঁজ মেলেনি।ভারতীয়রাই 'হিরো'দুই পাইলট সহ ২২ জনের সিঙ্গাপুরের জাহাজটির প্রত্যেক ক্রু ছিলেন ভারতীয়। তাঁদের শেষ মুহূর্তের উপস্থিত বুদ্ধির জেরেই একাধিক মানুষের প্রাণরক্ষা হয়েছে বলে জানিয়েছেন মেরিল্যান্ডের গভর্নর। ভারতীয়দের 'মে ডে কল'-এর জন্যই যে দুর্ঘটনার ভয়াবহতা রোখা সম্ভব হয়েছে তা কার্যত নিশ্চিত করেছেন গভর্নর। ভারতীয় ক্রুদের 'হিরো' তকমা দিয়েছেন তিনি। তবে জাহাজের সঙ্গে জলের নীচে বালটিমোর ব্রিজের স্তম্ভের গুরুতর সংঘর্ষের জেরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। সে সময় সেতুর উপর থাকা সাত থেকে আটটি বড় গাড়ি প্যাটাপস্কো নদীতে পড়ে যায়। একাধিক মানুষ তলিয়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, উদ্ধারকাজ সম্পন্ন হলেও ছয়জনের কোনও খোঁজ মেলেনি।
মৃত ৬উল্লেখ্য, এই ছয় কর্মচারী আমেরিকার ব্রাউনার বিল্ডার্সে কর্মরত ছিলেন। এই সংস্থার কার্যকরী উপাধ্যক্ষ জেফ্রি প্রিটজকর বলেন, 'কোম্পানির ছয় কর্মচারীকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। একজন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। যে সময় জাহাজ এসে ব্রিজটিতে সজোরে ধাক্কা মারে, সে সময় সেতু সংস্কারের কাজ চলছিল।' আমেরিকার কোস্ট গার্ডের রিয়র অ্যাডমিরল শ্যেনন গিলরেথ বলেন, 'উদ্ধারকাজের সময় নদীর জলের হিমশীতল তাপমাত্রা টের পেয়েছি আমরা। ফলে আমাদের অনুমান তলিয়ে যাওয়া ব্যক্তিদের বেঁচে থাকার আশা ক্ষীণ।'
কী ভাবে দুর্ঘটনা?মঙ্গলবার আমেরিকার ঘুম ভাঙে একটি ভয়াবহ দুর্ঘটনায়। ভাইরাল হয় একটি ভিডিয়ো ফুটেজে। যেখানে দেখা গিয়েছে, প্রায় ৩০০ মিটার লম্বা এবং ৪৮ মিটার চওড়া পুরোপুরি লোডেড এক পণ্যবাহী জাহাজের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বালটিমোর ব্রিজ। কী ভাবে পাঁচ দশকের পুরনো এই সেতুটি তাসের ঘরের মতো প্যাটাপস্কো নদীতে ভেঙে পড়ে ওই ব্রিজ? নানা মহল থেকে একাধিক সমীকরণ উঠে এসেছে। রাতেই গোটা মেরিল্যান্ড স্টেটে জরুরি অবস্থা জারি করে ড্যামেজ কন্ট্রোলে নামে স্থানীয় প্রশাসন। রাতে একটি সাংবাদিক বৈঠকে বলা হয়, বহু প্রাণহানির আশঙ্কা করছে প্রশাসন। এ নিয়ে অবশ্য বিস্তর ধোঁয়াশা রয়ে যায়। প্রশাসনের দাবি, নিখোঁজ ছয় জন। দু'জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও এ দিন সন্ধের পর খবর গুরুতর জখম এক জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। জলের নীচে বেশ কয়েকটি গাড়ির অস্তিত্ব লোকেট করা গিয়েছে বলেও দাবি ফায়ার সার্ভিসের। আপাতত দু'দিকের ট্র্যাফিক বন্ধ রাখা হয়েছে। ব্রিজের একটি স্তম্ভে ধাক্কা মেরে আটকে যাওয়া 'ডালি' নামের সিঙ্গাপুরের পতাকাবাহী কলম্বোগামী জাহাজটিকে দুপুর পর্যন্ত পুরোপুরি বের করা যায়নি।