রাম মন্দিরে চলল গুলি। বিকট শব্দে শোরগোল পড়ে যায় অযোধ্যার রামধামে। জানা গিয়েছে, মঙ্গলবার রাম মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রভিনশিয়াল আর্মড কনস্ট্যাবুলারির (PAC) এক জওয়ান ঘটনায় গুলিবিদ্ধ হন। তাঁর বুকে গুলি লেগেছে বলে খবর। লখনউয়ের একটি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে তিনি বর্তমানে চিকিৎসাধীন। কিন্তু, কী ভাবে হাই সিকিউরিটিতে মোড়া রাম মন্দিরে গুলি চলল, তা ঘিরে রহস্য তৈরি হয়েছে। এদিকে, রাম মন্দিরে গুলি চলার খবরে আতঙ্কিত ভক্তরা।কী জানাচ্ছে পুলিশ?খবর পেয়ে IG অযোধ্যা প্রবীণ কুমার ঘটনাস্থলে পৌঁছন। তিনি বলেন, 'অন্য কেউ ওই নিরাপত্তারক্ষীকে টার্গেট করে গুলি চালিয়েছে না ভুলবশত সার্ভিল রাইফেল AK-47 থেকে গুলি চলে গিয়েছে তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা মেলেনি। রাম জন্মভূমি কমপ্লেক্সের মধ্যেই একটি ওয়াচ টাওয়ারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। কর্তব্যরত অবস্থাতেই এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।'
কী ভাবে চলল গুলি?একটি সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, রাম মন্দিরে কর্তব্যরত ওই কোমান্ডো নিজের সার্ভিস রাইফেল পরিষ্কার করছিলেন। সে সময় ভুলবশত এই গুলি চলে গিয়েছে। নিজের রাইফেলেই গুলিবিদ্ধ হন জওয়ান। ঘটনার পর দ্রুত ওই জওয়ানকে তাঁরই সহকর্মী নিরাপত্তারক্ষীরা ডিভিশনাল হাসপাতালে ভর্তি করেন। তবে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে। এরপরই চিকিৎসকদের পরামর্শে গুলিবিদ্ধ রাম মন্দিরের নিরাপত্তারক্ষীকে লখনউয়ের ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়। আপাতত তিনি লাইফ সাপোর্ট সিস্টেম অর্থাৎ ভেন্টিলেশনে রয়েছে। জওয়ানের অবস্থা সংকটজনক বলেই জানা যাচ্ছে।
কে এই গুলিবিদ্ধ জওয়ান?জানা গিয়েছে, গুলিবিদ্ধ জওয়ানের নাম রাম প্রসাদ। তাঁর বয়স ৫৩। আমেঠির বাসিন্দা ওই ব্যক্তি ৩২তম কর্পস PAC-র জওয়ান। ইতিমধ্যেই গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে অযোধ্যা পুলিশ। তবে গুলি চলার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। রাম প্রসাদের সঙ্গে ঘটনার সময় যারা রাম মন্দিরে ডিউটি করছিলেন, তাঁদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিদিন লাখ লাখ দর্শনার্থী ভিড় জমান রামলালার আশীর্বাদ নিতে। সেখানে এই ধরণের ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। রাম মন্দিরের মতো একটি ভিভিআইপি মন্দিরে কী ভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। হাই সিকিউরিটি জোনে গুলি চলার ঘটনায় ভক্তদের মধ্যে হইচই পড়ে গিয়েছে।