• AFSPA Kashmir : জম্মু ও কাশ্মীর থেকে আফসপা প্রত্যাহারের ভাবনা কেন্দ্রের, লোকসভার মুখে বড় ঘোষণা শাহের
    এই সময় | ২৭ মার্চ ২০২৪
  • লোকসভা ভোটের মুখে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, 'জম্মু ও কাশ্মীর থেকে ADSPA আইন তুলে দেওয়ার ভাবনাচিন্তা রয়েছে কেন্দ্রের।'AFSPA প্রত্যাহার?অমিত শাহ বলেন, 'আমাদের পরিকল্পনা রয়েছে জম্মু ও কাশ্মীর থেকে সেনা সরিয়ে নেওয়ার। ভূস্বর্গের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হবে জম্মু ও কাশ্মীর পুলিশের উপর। এর আগে এই পুলিশের উপর একলা দায়িত্ব দেওয়ার নিয়ে ভরসা ছিল না কেন্দ্রের। তবে বর্তমানে অধিকাংশ অপারেশনে জম্মু ও কাশ্মীর পুলিশই নেতৃত্ব দিচ্ছে। তারাই অগ্রগামী ভূমিকা নিয়েছে।' এরপরই তাঁর সংযোজন, 'আমরা AFSPA আইন তুলে নেওয়ারও ভাবনাচিন্তা করছি।'

    AFSPA অর্থাৎ আর্ম ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট বিতর্কিত এলাকায় সেনাকে বিশেষ ক্ষমতা দেয়। আইন শৃঙ্খলা রক্ষা করতে প্রয়োজন পড়তে AFSPA অধ্যুষিত এলাকায় সেনা তল্লাশি করা, যে কাউকে গ্রেফতার করা কিংবা গুলি চালাতে পারে। নির্দিষ্ট এলাকায় AFSPA অন্তর্ভূক্ত হিসেবে চিহ্নিত হলে সেখানে এই বিশেষ ক্ষমতার ব্যবহার করতে পারে ভারতীয় সেনা।

    এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, দেশের উত্তর পূর্ব ভারতের ৭০ শতাংশ এলাকা থেকে AFSPA তুলে নেওয়া হয়েছে। তবে জম্মু ও কাশ্মীরে এখনও AFSPA কার্যকর রয়েছে। দীর্ঘদিন ধরেই এই বিতর্কিত আইন তুলে নেওয়ার জন্য নানা মহল এবং বিভিন্ন ব্যক্তিত্বের তরফে প্রতিবাদ জানানো হয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা BJP-র গান্ধীনগরের লোকসভা প্রার্থী বলেন, 'সেপ্টেম্বর মাসের আগেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে। সেখানে গণতন্ত্র রক্ষা করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একমাত্র প্রতিশ্রুতি। সে প্রতিশ্রুতি তিনি পূরণ করবেনই। কোন তিন পরিবারের হাতে গণতন্ত্র থাকবে না। প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে।'

    গত পাঁচ বছরে কোনও ভুয়ো এনকাউন্টার হয়নিকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, যখন সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়েছিল আবদুল্লাহ তখন ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। তিনি বলেন, 'আবদুল্লাহ এবং মেহবুবার সময় একাধিক ভুয়ো এনকাউন্টার হত। গত পাঁচ বছরে জম্মু ও কাশ্মীরে একটিও ভুয়ো এনকাউন্টার হয়নি। বরং যারা এই ধরণের কাজে জড়িতে ছিলেন তাদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। আমরা কাশ্মীরের যুব সম্প্রদায়ের সঙ্গে কথা বলব। কোনও সংগঠন, যাদের সঙ্গে পাকিস্তানের যোগসাজশ রয়েছে, তাদের গুরুত্ব দিতে আগ্রহী নই। ৪০ হাজার যুবর মৃত্যুর জন্য এরাই দায়ী।' সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ৩৬ জন সন্ত্রাসবাদীকে চিহ্নিত করা হয়েছে এবং ২২টি মামলায় FIR দায়ের করে ১৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।'

    অমিত শাহ আরও বলেন, 'মুসলিমরাও আমাদের ভাই। তাঁরাও ভারতীয়। যে সকল মুসলিম এবং হিন্দু ভাইয়েরা পাক অধ্যুষিত কাশ্মীরে থাকেন তাঁরাও ভারতীয়। পাকিস্তান ওই এলাকা বেআইনিভাবে দখল করেছে। প্রত্যেক কাশ্মীরির জেদ ওই এলাকাকে ফিরিয়ে আনা।'
  • Link to this news (এই সময়)