• '...দুঃখিত', মমতাকে কটূক্তি প্রসঙ্গে শো কজ দিলীপ, মন্তব্যের ব্যাখ্যা প্রার্থীর
    এই সময় | ২৭ মার্চ ২০২৪
  • নতুন কেন্দ্রে লড়তে গিয়ে দিলীপ ঘোষের কণ্ঠে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি। তাঁর মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছে রাজ্যের শাসক দল। তাঁর থেকে জবাব তলব করেছে কেন্দ্রীয় নেতৃত্বও। এবার নিজের সেই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সাফাই দিতে শোনা গেল এই বিজেপি প্রার্থীকে।দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে তীব্র অস্বস্তিতে বিজেপি। ইতিমধ্যেই BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শো কজ করেছেন দিলীপ ঘোষকে। পাশাপাশি দিলীপ ঘোষের মন্তব্য ‘অশোভনীয়’ এবং ‘অসংসদীয়’ বলে লেখা হয়েছে সেই চিঠিতে। পাশাপাশি এই ধরনের মন্তব্যের সমর্থন যে বিজেপি করে না, সেই প্রসঙ্গও উল্লেখ করা হয় শো-কজ চিঠিতে। কেন এই ধরনের মন্তব্য, সেই জবাবও তলব করা হয়েছে।

    এদিকে দিলীপ ঘোষ এই বিতর্কে বলেছেন, 'আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়। কারণ যে ভণিতা করে অন্যায় করে আমি তার সামনে বলি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত ঝগড়া নেই। তিনি মানুষকে বিভ্রান্ত করার জন্য বারবার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, পার্টিও বলেছে, অন্যরাও বলেছে। বলেছে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত।' পাশাপাশি শোকজ চিঠির জবাব দেবেন বলেও জানান দিলীপ।
  • Link to this news (এই সময়)