মেদিনীপুর ‘হাতছাড়া' হওয়ার নিয়ে মুখ খুললেন 'দস্যি ছেলে' দিলীপের মা পুষ্পলতা
এই সময় | ২৭ মার্চ ২০২৪
বুদ্ধদেব বেরা| এই সময় ডিজিটাল এক্সক্লুসিভ
বহিরাগত তত্ত্ব-আক্রমণ- কুকথা-রাজনৈতিক সমীকরণ ইত্যাদি ইত্যাদি থেকে অনেক দূরে তিনি। মধ্যবিত্ত বাড়ির উঠোনে বসে মাঝে মাঝেই প্রবীণার চোখ চলে যায় সামনের রাস্তাটার দিকে। ছেলে কাছে নেই, কিন্তু 'মানুষের পাশে রয়েছে', দাবি দিলীপ ঘোষের মা পুষ্পলতার। ‘ও জিতবেই…’, বিশ্বাসের সুর তাঁর কণ্ঠে।তিনি বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি। চায়ে চুমুক দিতে দিতেই রাজনীতির পাঁচ কথা সেরে ফেলতে পারেন। আবার তাঁর মন্তব্যে বিতর্কের তুফান উঠেছে অতীতে। যে মেদিনীপুর কেন্দ্রে তিনি ‘পড়েছিলেন’ বলে দাবি করেছিলেন, সেখান থেকে তাঁকে সরিয়ে প্রার্থী করা হয়েছে দুর্গাপুর-বর্ধমান লোকসভা কেন্দ্রে। এরপরেই ‘বহিরাগত তত্ত্ব’ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি-তৃণমূল দুই পক্ষই।
আমার বিশ্বাস, ও জিতবেইপুষ্পলতা ঘোষ
এদিকে ছেলের জয় নিয়ে আত্মবিশ্বাসী তাঁর মা। পুষ্পলতাদেবী বলেন, 'দিলীপ যেখানেই দাঁড়াক ওকে কেউ হারাতে পারবে না, এটা আমার বিশ্বাস, ও জিতবেই।' ২০১৯ সালে লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন দিলীপ ঘোষ। ব্যাপক ভোটে জয়লাভ করেন তিনি। ভোটের আগেও নিজের কেন্দ্রেই দেখা গিয়েছে তাঁকে। কিন্তু, ২০২৪-এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে ১৩৯ কিলোমিটার দূরে দুর্গাপুর-বর্ধমান লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে। সংশ্লিষ্ট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। স্বাভাবিকভাবেই দিলীপের নতুন কেন্দ্র জয় যে সহজ-সরল হবে না, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
যদিও ছোট থেকেই অকুতভয় দিলীপ, দাবি পরিবারের। তাঁর ছোট ভাই হিরক ঘোষ বলেন, 'দিলীপদার তো কোনও পরিবর্তন হয়নি। দিলীপদা যদি গোটা রাজ্যের ফলাফল এত ভালো করতে পারে তাহলে নিজের আসনে অবশ্যই ভালো ফল পাবে। দল ওকে জেনে বুঝে ওই কেন্দ্র দিয়েছে। মেদিনীপুরের সংগঠনকে চাঙ্গা করে দিয়েছে দাদা। এবার দুর্গাপুর-বর্ধমান-এ যাতে একই ম্যাজিক হয় সেই কারণে ওকে এই দায়িত্ব দেওয়া।'
দিলীপ ঘোষের ভাইয়ের কণ্ঠে উঠে এসেছে মোদী প্রসঙ্গও। তিনি বলেন, 'নরেন্দ্র মোদী যদি উত্তরপ্রদেশে লড়াই করে জয়লাভ করতে পারেন, তাহলে দাদা মেদিনীপুর থেকে দুর্গাপুরে গিয়ে কেন পারবেন না! কী অসুবিধা রয়েছে! দাদা দক্ষ সংগঠক। আর উচ্চ নেতৃত্ব সেটা জানে।' এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, 'এখন নির্বাচনের মাত্র ১৫ দিন বাকি রয়েছে। দাদাকে একটু সময় দিলে জয়ের মার্জিন অনেক বেশি হত। প্রথম লিস্টে দাদার নাম থাকলে আরও বেশি আনন্দিত হতাম।’ তিনি দিলীপ ঘোষের জয় 'নিশ্চিত' বলেও দাবি করেছেন।
প্রতি লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় দিলীপ ঘোষ ভোট দিতে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুনিয়ানা গ্রামে নিজের বাড়িতে যেতেন। কিছুদিন আগেই তিনি তা খড়গপুর স্থানান্তর করেছেন। পরিবারের দাবি, বাড়িতে পা রাখামাত্র পুরোপুরি 'ফ্যামিলি ম্যান' দিলীপ ঘো।। খাওয়া-দাওয়ার ব্যাপক আয়োজন করা হয়।
এদিকে দিলীপ ঘোষের মা বললেন, 'ও যেখানেই দাঁড়াক কেউ হারাতে পারবে না, এটা আমার বিশ্বাস, ও জিতবেই।'