Chennai Super Kings vs Gujarat Titans, MS Dhoni: টানা দুই ম্যাচ হতাশ হতে হল আইপিএল জগৎকে। আরসিবি ম্যাচের মত গুজরাট টাইটান্স ম্যাচেও ব্যাট করার সুযোগ পেলেন না সিএসকের ‘থালা’। ব্যাট করার সুযোগ না পেলেও চিপকের দর্শকদের বিনোদনে ঘাটতি রইল না মঙ্গলবার রাতে। ডেসিবেলের পারদ চড়িয়ে বিজয় শঙ্করকে আউট করার জন্য ডাইভ দিয়ে যে ক্যাচ তালুবন্দি করলেন মাহি, তাতে পুরোপুরি পয়সা উসুল।