• US Bridge Collapse: জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় ছ’‌জনের মৃত্যুর আশঙ্কা ...
    আজকাল | ২৭ মার্চ ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার জাহাজের ধাক্কায় ভেঙেছে বাল্টিমোর সেতু। মঙ্গলবার ভোরে আমেরিকার মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট নামক সেতুতে সজোরে ধাক্কা লাগে কন্টেনার বোঝাই জাহাজের। এই ঘটনায় অন্তত ছ’‌জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জাহাজের ধাক্কায় দু’‌টুকরো হয়ে যায় সেতুটি। জলে পড়ে যায় সেতুতে থাকা গাড়ি। প্রসঙ্গত, যে জাহাজটি ধাক্কা মারে বাল্টিমোর সেতুতে, তাতে ২২ জন ক্রু সদস্যই ছিলেন ভারতীয়। তবে তারা কেউ আহত হননি। জানা গিয়েছে, সেতুতে সংঘর্ষের আগেই বিপদ বুঝে সতর্কবার্তা পাঠানো হয়েছিল জাহাজের তরফে। সেই অনুযায়ী, ব্রিজে নতুন করে আর গাড়ি উঠতে দেওয়া হয়নি, ফলে ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে। এদিকে জানা গেছে, ভেঙে পড়ার আগে সেতুটিতে আগুন ধরে যায়। সেতুটি ভেঙে পড়ায় একাধিক গাড়ি পাতাপস্কো নদীতে পড়ে যায়। জাহাজটি শ্রীলঙ্কার কলম্বো বন্দরে আসছিল বলে জানা গেছে। সেতু সারাইয়ের কাজে যুক্ত থাকা ছয় জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কা তাঁদের মৃত্যু হয়েছে। 
  • Link to this news (আজকাল)