ঢাকুরিয়ায় ট্রেন লাইনের ধারে বস্তিতে ভয়াবহ আগুন, বন্ধ ট্রেন চলাচল
এই সময় | ২৭ মার্চ ২০২৪
ফের কলকাতায় অগ্নিকাণ্ড। ঢাকুরিয়া রেললাইনের ধারের ঝুপড়িতে আগুন। ফলে ব্যাহত শিয়াালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল। বাড়িঘরগুলি থেকে বের করে আনা হচ্ছে গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য দাহ্য বস্তু।দুপুর ১টার আশেপাশে একটি বিকট শব্দ পাওয়া যায়। তারপরেই নজরে আসে আগুন। একের পর এক ঘরে আগুন ধরে যায়। স্থানীয়রাই প্রথমেই আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল দেরিতে পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। ইতিমধ্যেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। তবে আগুনে পুড়ে গিয়েছে বস্তিবাসীর অনেক মূল্যবান সামগ্রী। অনেক বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন বস্তিবাসীরা।
প্রসঙ্গত, গতকালও দীর্ঘক্ষণ বন্ধ থাকে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। সিগন্যাল সংক্রান্ত সমস্যার কারণে গতকাল দুপুরের দিকে ব্যাহত হয় পষিষেবা। আপ এবং ডাউন, কোনও লাইনেই চলছিল না ট্রেন। ফলে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের।