Delhi Liquor Policy : শীঘ্রই আবগারি দুর্নীতির টাকার হদিশ কেজরিওয়ালের, চাঞ্চল্যকর দাবি স্ত্রী সুনীতার
এই সময় | ২৭ মার্চ ২০২৪
দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এবার বড়সড় রহস্য ফাঁস করতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। এই মুহূর্তে তিনি ED-র হাতে গ্রেফতার। ED হেফাজতের বিরোধিতায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালত ইতিমধ্যেই তাঁর জামিনের মামলার শুনানি করেছে। এখনও পর্যন্ত স্থগিত রয়েছে রায়দান। এরই মাঝে কেজরিওয়াল পত্নী সুনীতার দাবি, আগামী ২৮ তারিখ দিল্লি আবগারি দুর্নীতি মামলার সমস্ত তথ্য ফাঁস করবেন মুখ্যমন্ত্রী।বুধবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী পত্নী সুনীতা কেজরিওয়াল বলেন, 'আপনারা সক জানেন, দিল্লির মুখ্যমন্ত্রীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত সপ্তাহে গ্রেফতার করেছে। আগামী ৯ এপ্রিল পর্যন্ত তিনি ED হেফাজতে রয়েছেন। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় টাকা কোথায় গিয়েছে তা এবার প্রকাশ্যে আনবেন মিস্টার কেজরিওয়াল।' মন্ত্রী অতিশি এবং সৌরভ ভরদ্বাজকে জেল থেকে নির্দেশিকা জারি করায় BJP-র তরফে চরম কটাক্ষ করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। কী ভাবে জেল থেকে তিনি কমপিউটার এবং কাগজ-কলম না থাকা সত্ত্বেও অর্ডার জারি করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। এই নিয়েও এদিন জবাব দিয়েছেন সুনীতা কেজরিওয়াল।
Arvind Kejriwal: ED-র হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
জনগণের উদ্দেশে কেজরিওয়াল পত্নী বলেন, 'অরবিন্দজি আমায় বলেছেন, গত দু'বছর ধরে কেন্দ্রীয় এজেন্সি ২৫০ জায়গায় রেড করেছে। এই স্ক্যাম থেকে টাকা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে এখনও পর্যন্ত একটা টাকাও উদ্ধার করতে পারেনি ED। ওরা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে রেড করেছেন। রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছেন, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বাড়িতেও পৌঁছে যায় এজেন্সি। কিন্তু, একটা টাকাও উদ্ধার করতে পারেনি তারা।'
সুনীতা কেজরিওয়াল আরও বলেন, 'আমাদের বাড়িতে রেড করা হয়েছে। কেবলমাত্র ৭৩ হাজার টাকা পেয়েছিল। তাহলে এই আবগারি দুর্নীতি মামলার টাকা কোথায় গেল? অরবিন্দজি সমস্তটাই আদালতে প্রকাশ্যে আনবেন। গোটা দেশ সেই ঘটনার সাক্ষী থাকবে। দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। আমার স্বামী বলেছেন, তিনি হয়তো শারীরিকভাবে জেলে রয়েছেন, কিন্তু, তাঁর আত্মা রয়েছে দিল্লিবাসীর সঙ্গেই।'