• ED Raid : ওয়াশিং মেশিনে লুকানো আড়াই কোটি টাকা! ইডির হঠাৎ হানায় প্ল্যানের দফারফা
    এই সময় | ২৭ মার্চ ২০২৪
  • বিদেশি সংস্থায় পণ্য পাঠানোর ভুয়ো হিসাব দেখিয়ে দীর্ঘদিন ধরেই চলত জলিয়াতি। খবর পেয়েই অভিযানে নামে ইডি। কলকাতা, মুম্বই, হায়দরাবাদ, হরিয়ানার কুরুক্ষেত্র সহ একাধিক জায়গায় অভিযান শুরু করে ইডি। তবে ইডির অভিযানের বিষয়টি গোপন রাখা হয় প্রথম থেকেই। তারপরই আসে এই বড়সড় সাফল্য।প্রায় ১৮০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ পয়ে তাল্লাশি চালাতেই বড় সাফল্য পায় ইডি। ওয়াশিং মেশিনে লুকিয়ে রাখা ২.৫৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেন ইডি আধিকারিকরা। কলকাতা সহ মোট চার রাজ্যে অভিযান চালায় ইডি। ক্যাপ্রিকরনিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার ওপর ইডির নজর ছিল দীর্ঘদিন ধরেই। শুধু তাই নয়, এই সংস্থাটির অংশীদার হিসাবে কাজ করা আরও বেশ কয়েকটি সংস্থায় পণ্য পাঠানোর ভুয়ো হিসাব দেখিয়ে জলিয়াতি চলত বলে অভিযোগ।

    বেশ কয়েকটি সংস্থায় হান দেয় ইডিপ্রতারণার কাজে মোট ৭টি সংস্থার যক্ত থাকার অভিযোগ রয়েছে। প্রতিটি সংস্থার ওপরেই কড়া নজর রয়েছে ইডির। এই সংস্থাগুলির সূত্র ধরেই দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, কুরুক্ষেত্র এবং কলকাতায় হানা দেয় ইডি। তালিকয় আছে লক্ষ্মিতন মেরিটাইম, হিন্দুস্থান ইন্টারন্যাশনাল, রাজনন্দিনী মেটালস লিমিটেড, স্টুয়ার্ট অ্যালয় ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ভাগ্যনগর লিমিটেড, বিনায়ক স্টিলস লিমিটেড, বশিষ্ঠ কনস্ট্রাকশন লিমিটেডের মতো সংস্থা।

    সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর ভুয়ো হিসব দেখিয়ে জলিয়াতি চলত বলে অভিযোগ। শুধুমাত্র ২.৫৪ কোটি টাকাই নয়, তল্লাশিতে প্রচুর নথি এবং ডিজিটাল ডিভাসও পাওয়া গেছে। খোঁজ মিলেছে ৪৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও। এইসংস্থার দায়িত্বে আছেন বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী। ক্যাপ্রিকরনিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেডের সহযোগী হিসাবে কাজ করা সংস্থা হিসাবে উঠে এসেছে আরও বেশ কয়েকটি সংস্থার নাম। সেইসব সংস্থার ডিরেক্টররাও সকলে রয়েছেন ইডির নজরে।

    লোকসভা ভোটের মুখে কয়েকদিন আগেই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওালকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। অন্যদিকে, রেশন থেকে নিয়োগ একাধিক দুর্নীতি মামলায় বংলাতেও জোর কদমে চলছে তল্লাশি। সেখানে ওয়াশিং মেশিনের ভেতর থেকে ২.৫৪ কোটি টাকা উদ্ধারে নতুন করে শুরু হয়েছে চর্চা।

    বিরোধীদের নিশানায় ইডিএর আগে ইডিকে সরকারের হাতের পুতুল বলে অভিযোগ উঠেছে একাধিকবার। বিরোধীরা বরাবরই অভিযোগ করেছে, সরকারি নির্দেশে ইডি কেবলমাত্র বিরোধী দলের নেতাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই নয় তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী সি চন্দ্রশেখর রাওয়ের মেয়েকেও দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
  • Link to this news (এই সময়)