• জীবনে প্রথম ভোটযুদ্ধে প্রতিপক্ষ অভিষেক, ডায়মন্ড হারবারে প্রার্থী রামকুমার, বললেন...
    এই সময় | ২৭ মার্চ ২০২৪
  • ময়দানে একাই দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়! এখনও ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি-বাম-কংগ্রেস বা ISF। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তৃণমূল প্রার্থীর প্রতিপক্ষ কে? বিরোধীদের নাম ঘোষণায় বিলম্বে মিটি মিটি হাসছেন রাজ্যের শাসক দলের নেতারা। কিন্তু, ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়েছে SUCI। ইতিমধ্যেই ‘হুংকার’ শোনা গিয়েছে তাদের প্রার্থী রামকুমার মণ্ডল।ডায়মন্ড হারবার কেন্দ্রে থেকে ২০১৪ সালে প্রথম ভোটে লড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ী হয়েছিলেন তিনি। ২০১৯ সালে একই কেন্দ্র থেকে কয়েক লাখ ভোটে জিতেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

    তৃতীয়বার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে লড়ছেন অভিষেক। তাঁর বিপরীতে কে হবেন প্রার্থী? তা নিয়ে চর্চায় বিজেপি। এখনও প্রার্থী ঘোষণা করেনি তারা। অন্যদিকে, ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি অতীতে একাধিকবার হুংকার দিয়েছেন যে তিনিই সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ভোটে লড়বেন। কিন্তু, এখন ‘দলীয় সিদ্ধান্ত’-এর দোহাই দিতে শোনা যাচ্ছে তাঁকেও।

    স্বাভাবিকভাবেই প্রশ্ন, এখনও কি সেক্ষেত্রে ডায়মন্ড হারবার কেন্দ্রে একমাত্র প্রার্থী অভিষেক? কিন্তু, আদতে তা নয়। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই প্রার্থী দিয়েছে SUCI। বাদ পড়েনি ডায়মন্ড হারবারও। এই কেন্দ্রে প্রার্থী রামকুমার মণ্ডল। ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন তিনি।

    এই সময় ডিজিটাল-কে তিনি বলেন, ‘আমাদের দল গণআন্দোলনের দল। সাতটা বিধানসভায় শুরু হয়েছে দেওয়াল লিখন। মানুষকে যাতে রাজনৈতিকভাবে সচেতন করা যায়, এমনটাই চাইব।’ বিপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথাও গিয়ে কি ভীত এই প্রার্থী?

    রামকুমারের কণ্ঠে শোনা গিয়েছে হুংকার। তিনি বলেন, ‘মানুষ আমাদের পাশে রয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী। আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দলের আদর্শ। দল আমাকে এই দায়িত্ব দিয়েছে। আমি মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছে দেব।’

    উল্লেখ্য, এই প্রথমবার কোনও নির্বাচনে লড়ছেন রামকুমার। প্রথম ভোটযুদ্ধেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে তাঁকে লড়াই করার সুযোগ দিয়েছে দল। তিনি জানান, এই ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তিনি।

    প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে এখনও বিজেপি প্রার্থী না দেওয়ায় রীতিমতো কটাক্ষ রাজ্যের শাসক দলের নেতাদের কণ্ঠে। জয়প্রকাশ মজুমদার বলেন, ‘হয়তো দেখুন এই কেন্দ্রে প্রার্থী দেবে না বিজেপি। ISF-এর হাতে পায়ে ধরবে।’ এদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘সঠিক সময়ে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করবে। আসলে তৃণমূল জানতে চায় ওরা কার কাছে হারবে।’
  • Link to this news (এই সময়)