• 'বাংলার গরিবদের ৩ হাজার কোটি ফেরত দেবে কেন্দ্র', অমৃতাকে বার্তা মোদীর
    এই সময় | ২৭ মার্চ ২০২৪
  • বাংলায় চলা বিভিন্ন তদন্তে প্রায় ৩ হাজার কোটি টাকা অ্যাটাচ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সেই টাকাই বাংলার গরীব মানুষদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রাজবধূ অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা বলার সময় এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।নরেন্দ্র মোদী ফোনে বলেন, 'আমার ইচ্ছা, যদি আইনি পরামর্শ পাওয়া যায়, তাহলে নতুন সরকার হলেই, এই যে ৩ হাজার কোটি টাকা, যেটা গরীবদের টাকা, আর যাঁরা এই ধরনের টাকা ঘুষ হিসেবে দিয়েছেন, তাঁদের তা ফেরত দিতে চাই। আপনি মানুষকে বলুন, যে মোদীজির সঙ্গে আমার কথা হয়েছে, এবং তিনি বলেছেন যে বাংলার মানুষ বিশ্বাস রাখুন, যে ৩ হাজার কোটি টাকা ইডি অ্যাটাচ করেছে, সেই ৩ হাজার কোটি বাংলার গরীবদের টাকা, আর সেটা তাঁদের ফিরিয়ে দিতে, কোনও কোনও রাস্তা খুঁজে বের করা হবে।'

    পাশাপাশি, মোদীর গ্যারান্টি নিয়েও এদিন উভয়ের মধ্যে আলোচনা। মোদীর গ্যারান্টি নিয়ে কৃষ্ণনগরের লোকজন কী বলছেন, তা দলীয় প্রার্থীর কাছ থেকেই জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরে কৃষ্ণনগরের রাজবধূ জানান, মানুষের তরফ থেকেও পালটা গ্যারান্টি পাওয়া যাচ্ছে। একইসঙ্গে মোদী ও অমৃতার আলোচনায় মহুয়া মৈত্রর নামও উঠে আসে। অমৃতা মোদীকে জানান, স্থানীয় লোকজন বলছেন যে মহুয়া জেলেই যাবেন।

    মানুষের সেবা করার সুযোগ দেওযার জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান কৃষ্ণনগরের রাজ পরিবারের বধূ অমৃতা রায়। পালটা তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী অমৃতাকে বলেন, 'আমার বিশ্বাস আপনি নিশ্চয় জয়ী হবেন এবং বাংলার মানুষকে সেবা করার আপনার পরিবারের যে পরম্পরা রয়েছে, তা এগিয়ে নিয়ে যাবেন। আপনি জিতে আসুন, আমরা একসঙ্গে বাংলার মানুষের সেবা করব।' এছাড়া দলীয় প্রার্থীকে অমৃতা সিনহাকে মোদীর নির্দেশ, 'জয়ের পর প্রথম ১০০ দিনে কী কৃষ্ণনগরের জন্য কী করবেন, তা সম্পূর্ণ ভেবে রাখুন। আমি সম্পূর্ণভাবে আপনার পাশে থাকব।'

    কথপোকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ প্রার্থনা করে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী। এমনকী মোদী যেন তাঁকে দিকনির্দেশ করেন, সেই আবেদনও জানান অমৃতা। পালটা মোদী বলেন, 'আমাদের প্রত্যেকের মানুষের আশীর্বাদ চাই। মানুষের আশীর্বাদই আমাদের সবচেয়ে বড় শক্তি।' প্রসঙ্গত বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সঙ্গেও কথা হয়েছে নরেন্দ্র মোদীর।
  • Link to this news (এই সময়)