• Cadila Pharma CMD: ধর্ষণ মামলা সিবিআইকে হস্তান্তরের আর্জি, বড় বিপাকে ক্যাডিলা ফার্মা কর্তা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৭ মার্চ ২০২৪
  • ক্যাডিলা ফার্মাসিটিকিউল্যাসের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে ধর্ষণের অভিযগ আনেন সংস্থারই এক কর্মী। তিনি একজন বুলগেরিয়ান মহিলা। বিজেপি ঘনিষ্ঠ ক্যাডিলার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রাজীব মোদীর বিরুদ্ধে পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায় নি বলেও দাবি করেছিলেন ওই মহিলা। মঙ্গলবার আহমেদাবাদের একটি আদালতে একটি ওই মহিলা মামলার তদন্তের সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য একটি পিটিশন দাখিল করেছেন। তার সেই আবেদন গুজরাট হাইকোর্টে পাঠানো হয়েছে।

  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)