• Pakistan: পাকিস্তানে আত্মঘাতী হামলায় পাঁচ চিনা নাগরিকসহ ৬ জনের মৃত্যু ...
    আজকাল | ২৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের একটি গাড়ির কনভয়ে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ চিনা নাগরিক ও তাঁদের স্থানীয় গাড়িচালক রয়েছেন। আজ মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ ঘটনা ঘটেছে। আঞ্চলিক পুলিশ প্রধান ও একজন স্টেশন হাউস অফিসার (এসএইচও) এ তথ্য জানিয়েছেন।খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান মহম্মদ আলি গান্দাপুর পাঁচ চিনা নাগরিকসহ তাঁদের গাড়িচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রাদেশিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ তৎপরতা শুরু করেছে। কনভয়ের বাকি লোকজনকে রক্ষা করা হয়েছে বলে জানান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ায় জলবিদ্যুৎকেন্দ্র এবং বাঁধের নির্মাণকাজ চলছে। সেখানে যাঁরা কাজ করছিলেন, তাঁদের বেশিরভাগই বিদেশি। মঙ্গলবার ওই বাঁধ থেকে ইসলামাবাদের দিকে যাচ্ছিল চিনা ইঞ্জিনিয়ারদের কনভয়। বেশাম শহরের কাছে সেই কনভয়ের মাঝে ঢুকে পড়ে বিস্ফোরকবাহী একটি গাড়ি।পাকিস্তানে পরিকাঠামো উন্নয়নে চিনের বড় বিনিয়োগ রয়েছে। রাস্তা ও বাঁধ নির্মাণেও সাহায্য করছে বেইজিং। যদিও পাকিস্তানে বারবার হামলার শিকার হয়েছেন চিনের নাগরিকরা। ২০২১ সালে এ রকমই এক বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে ৯ জন ছিলেন চিনা নাগরিক। উত্তর-পশ্চিম পাকিস্তানে বাঁধ নির্মাণস্থলে বাসে চেপে কাজে যাচ্ছিলেন কর্মীরা। সেই বাস লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটানো হয়।
  • Link to this news (আজকাল)