• Hardik-Rohit: বেঁটে বামন, বেঁটে বামনই থাকে..হার্দিক-রোহিত বিতর্কে কে বললেন এমন কথা?...
    আজকাল | ২৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে আইপিএলের ময়দানে সবচেয়ে চর্চিত বিষয় রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়ার সম্পর্ক। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। রোহিতের বাউন্ডারিতে ফিল্ডিং করা নিয়েও নানা মুনির নানা মত। অনেকেই মনে করছেন, মুম্বইয়ের প্রাক্তন নেতাকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন নভজোৎ সিং সিধু। তিনি মনে করেন, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা নিজেরা গ্রেট প্লেয়ার। ফ্র্যাঞ্চাইজি দলে অন্য কোনও অধিনায়কের অধীনে খেললে সম্মানহানি হবে না দুই তারকার। সিধু বলেন, "আমি এমন একটা ভারতীয় দলে খেলেছি যেখানে পাঁচজন অধিনায়ক একসঙ্গে খেলত। কপিল দেব, দিলীপ বেঙ্গসরকর, সুনীল গাভাসকর, কৃষ্ণমাচারি শ্রীকান্ত এবং রবি শাস্ত্রী ছিল। একটা ইঁট তুললে তার দু"দিকেই অধিনায়কের নাম থাকত। কিন্তু কোনও সমস্যা হয়নি কারণ সবাই দেশের জন্য খেলছিল। দেশের হয়ে খেলাটাই মোটিভেশন ছিল। তাই আমার মনে হয়, হার্দিকের নেতৃত্বে খেললে রোহিত ছোট হয়ে যাবে না।" দু"জনের সম্পর্ককে কেন্দ্র করে চারিদিকে যে আলোচনা চলছে, সেটা মেনে নিতে পারছেন না সিধু। তিনি আরও বলেন, "ধোনি ইতিমধ্যেই ঋতুরাজ গায়কোয়াড়কে ব্যাটন তুলে দিয়েছে। মুম্বইয়ের ক্ষেত্রেও সেটা হতে পারে। এটা ফ্র্যাঞ্চাইজি লিগ, তাই পারফরম্যান্স দলের সিদ্ধান্তে প্রভাব ফেলে। গত তিন বছরে সাফল্য পায়নি মুম্বই। তাই নতুন নেতার হাতে দল তুলে দেওয়া হয়েছে। এটা মেনে নিতে হবে। তবে রোহিত শর্মা এবং এমএস ধোনি দু"জনেই গ্রেট প্লেয়ার। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকলেও একজন বেঁটে বামন তাই থাকে। কুয়োর নীচে থাকলেও ভগবান, ভগবানই।" সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে আলোচনায় নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এমনই পার্থক্য টানেন সিধু। বুধবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম জয়ের সন্ধানে নামবে মুম্বই। দু"দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। 
  • Link to this news (আজকাল)