• Shubman Gill: স্লো ওভার রেট, বড় জরিমানা শুভমনের
    আজকাল | ২৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে অধিনায়ক হিসেবে শুরুটা দারুণ হয়েছিল শুভমন গিলের। কিন্তু দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে বিপর্যয়। শুধু ম্যাচ হারলেনই না, বড় শাস্তির মুখে পড়েন গুজরাটের নেতা। সিএসকের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য আর্থিক জরিমানা হয়েছে গিলের। ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে গুজরাট অধিনায়ককে। আইপিএলের একটি বিবৃতিতে বলা হয়েছে, "চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল। চলতি আইপিএলে দলের প্রথম অপরাধ হিসেবে শুধুমাত্র আর্থিক জরিমানা করা হল।" চলতি আইপিএলে স্লো ওভার রেটের জন্য প্রথম অধিনায়ক হিসেবে শাস্তির কবলে পড়লেন শুভমন। তাঁর দলের এটা প্রথম অপরাধ বলে শুধুমাত্র আর্থিক জরিমানা করা হয়েছে। আবার একই ভুল হলে গিলকে এক ম্যাচ নির্বাসিত করা হতে পারে। মঙ্গলবার কোনও বিভাগেই চেন্নাইকে টক্কর দিতে পারেনি গুজরাট। ব্যাটে, বলে ব্যর্থ গিলের দল। প্রথমে ব্যাট করে দুশোর গণ্ডি পেরোয় চেন্নাই। রান তাড়া করতে নেমে ডাহা ফ্লপ গুজরাটের ব্যাটাররা।‌‌ একমাত্র সাই সুদর্শন কিছুটা চেষ্টা করেন। পাওয়ার প্লে কাজে না লাগাতে পারাই ম্যাচ হারার অন্যতম কারণ বলে জানান গিল। 
  • Link to this news (আজকাল)