• US DIPLOMAT: কেজরিওয়াল নিয়ে মন্তব্যের জেরে ডেকে পাঠানো হল মার্কিন রাষ্ট্রদূতকে ...
    আজকাল | ২৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে মার্কিন মন্তব্যকে ভাল নজরে দেখল না দিল্লি। ভারতের মার্কিন রাষ্ট্রদূত গ্লোরিয়া বারবেনাকে এবার তলব করা হল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থকে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়। এরপর তাঁর সঙ্গে ৪০ মিনিট ধরে কথা বলা হয়। এই ধরণের মন্তব্য থেকে যেন তাঁরা বিরত থাকেন তা এদিন জানিয়ে দেয় ভারত। পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, এদেশের গণতন্ত্রের পরিবেশ রয়েছে। তাকে এগিয়ে নিয়ে যাবে ভারত সরকার। তবে এই ধরণের মন্তব্যের তীব্র বিরোধীতা করা হল। প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়, সঠিক পথে যেন ন্যায়বিচার করা হয়। এরপরই বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন মন্তব্যের আগে জার্মানির পক্ষ থেকেও প্রায় একইধরণের একটি মন্তব্য করা হয়েছিল। সেবারেও ভারত প্রতিবাদ করে জানিয়েছিল, এটা ভারতের অভ্যন্তরীন বিষয়। এনিয়ে যেন কেউ কোনও কথা বলেন।  
  • Link to this news (আজকাল)