• SUNITA: কেজরিওয়াল নিজেই আদালতে সব কিছু প্রকাশ করবেন: সুনীতা কেজরিওয়াল...
    আজকাল | ২৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। এরই মধ্যে ফের একবার নিজের স্বামীর পাশে দাঁড়ালেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, অরবিন্দ কেজরিওয়াল বলেছেন তিনি ২৮ মার্চ আদালতে সব কিছু প্রকাশ করবেন। এমনকি, প্রমাণও দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী, জানালেন তাঁর স্ত্রী।আবগারি মামলায় গত বৃহস্পতিবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন আম আদমি পার্টির প্রধান কেজরীওয়াল। শুক্রবার নিম্ন আদালত তাঁকে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। ২৮ মার্চ সেই মেয়াদ শেষ হচ্ছে। বৃহস্পতিবার আবার আপ প্রধানকে আদালতে হাজির করাবে ইডি। সেখানেই ‘আবগারি দুর্নীতি’ নিয়ে নিজের বক্তব্য রাখবেন কেজরি, এমনই দাবি করলেন তাঁর স্ত্রী।সুনীতা আরও বলেন, কেন্দ্রীয় সরকার কি দিল্লিকে ধ্বংস করতে চায় ? তারা কি চায় জনগণ কষ্ট থাকুক ? অরবিন্দ কেজরিওয়াল এতে খুব কষ্ট পেয়েছেন। তাঁর কথায়, তথাকথিত মদ কেলেঙ্কারিতে ইডি ২৫০ টিরও বেশি অভিযান চালিয়েছে। তারা এই তথাকথিত কেলেঙ্কারির টাকা খুঁজছেন। মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন এবং আমাদের বাড়িতেও তল্লাশি চালায়। তারা এখনও কিছুই খুঁজে পায়নি। একটা টাকাও কোথাও থেকে পায়নি। ‘তথাকথিত মদ কেলেঙ্কারি’র টাকা কোথায় গেল, সেই ব্যাপারেই বৃহস্পতিবার আদালতে জানাবেন কেজরিওয়াল, এমনই দাবি করলেন সুনীতা।
  • Link to this news (আজকাল)