• TMC: ‌মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, নির্বাচন কমিশনে দিলীপের বিরুদ্ধে নালিশ জানাল তৃণমূলের প্রতিনিধিদল...
    আজকাল | ২৭ মার্চ ২০২৪
  • প্রীতি সাহা:‌‌ নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের জন্য দিলীপ ঘোষকে শোকজ করে নোটিস পাঠায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বুধবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের কলকাতা অফিসে উপস্থিত হয় তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। দলে ছিলেন সাংসদ মালা রায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, বসুন্ধরা গোস্বামী, সুস্মিতা চ্যাটার্জি, সুদর্শনা মুখার্জি, নাদিমুল হক, ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। কমিশনে দিলীপের বিরুদ্ধে নালিশ জানানোর পর সাংবাদিকদের সামনে ব্রাত্য বসু জানান, ‘‌এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি। বিজেপি নারীবিদ্বেষী দল তা আবার প্রমাণিত হল। ’‌ তৃণমূলের প্রতিনিধি দল কমিশনে দাবি জানিয়েছে, দিলীপ ঘোষকে শোকজ করা হোক। সাত দিনের জন্য সমস্তরকম নির্বাচনী কাজ থেকে সাসপেন্ড বা বিরত করা হোক। প্রয়োজনে তাঁর প্রার্থীপদ খারিজ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক কমিশন।‌’‌ চন্দ্রিমা ভট্টাচার্যর কথায়,‘‌রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে যেভাবে উনি মন্তব্য করেন তাতে প্রমাণিত উনি স্বভাবগত অপরাধী।’‌ শেষ খবরে জানা গেছে, দিলীপ ঘোষকে নিয়ে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে তা জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন সবদিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। 
  • Link to this news (আজকাল)