• কেজরিওয়ালের গ্রেফতার প্রসঙ্গে মন্তব্যের জের, মার্কিন কূটনীতিককে তলব ভারতের
    ২৪ ঘন্টা | ২৭ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত সরকার বুধবার দেশে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অফ মিশনের সঙ্গে ৪০ মিনিটের বৈঠক করেছে। তাঁকে দিল্লির সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের অফিসে তলব করা হয়েছিল।বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ করা হয়নি, তবে মার্কিন বিদেশ দফতরের একজন মুখপাত্র বলেছেন যে তাঁরা দিল্লির মুখ্যমন্ত্রী এবং কারাবন্দি আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবেদনগুলি পর্যবেক্ষণ করছে এবং নয়াদিল্লিকে ‘একটি ন্যায্য এবং সময়োপযোগী আইনি প্রক্রিয়া’ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

    জার্মানির বিদেশ দফতর জোর দিয়েছে যে কেজরিওয়াল, অন্য যে কোনও ভারতীয় নাগরিকের মতো অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং তিনি একটি ন্যায্য ও নিরপেক্ষ বিচারের অধিকারী, এর পরেই মার্কিন বিদেশ দফতরের মন্তব্য এসেছে।ভারত সরকার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে এবং বিদেশ দফতরের মুখপাত্রের মন্তব্যকে ‘অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ’ বলে চিহ্নিত করেছে।বিদেশ মন্ত্রক বলেছে, ‘আমরা এই ধরনের মন্তব্যকে আমাদের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং আমাদের বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার মত দেখি’। মন্ত্রক জানিয়েছে, পক্ষপাতদুষ্ট অনুমানগুলি সবচেয়ে অযৌক্তিক৷জার্মানির প্রতি ভারতের প্রতিবাদ সম্পর্কে জানতে চাইলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘ভারত সরকারের সঙ্গে তাদের আলোচনার বিষয়ে মন্তব্য করার জন্য আমরা আপনাকে জার্মান বিদেশ মন্ত্রকে যেতে বলব’।অরবিন্দ কেজরিওয়ালকে গত সপ্তাহে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছিল। আবগারি নীতি কেলেঙ্কারির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। কেজরিওয়ালকে ২৮ মার্চ পর্যন্ত জেলে পাঠানো হয়েছিল।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিশ্বাস করে যে বর্তমানে বাতিল আবগারি নীতিটি খুচর বিক্রেতাদের জন্য ১৮৫ শতাংশ এবং পাইকারী বিক্রেতাদের জন্য ১২ শতাংশের একটি অসম্ভব উচ্চ লাভের মার্জিন দিয়েছে। 
  • Link to this news (২৪ ঘন্টা)