'আমি কিন্তু আবার বসব আন্দোলনে'! ২১ দিনের অনশন ভেঙেও হুঁশিয়ারি ওয়াংচুর...
২৪ ঘন্টা | ২৭ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্লাইম্যাট অ্যাকটিভিস্ট সোনাম ওয়াংচুক, লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে মঙ্গলবার ২১ দিনের মাথায় তাঁর অনশন শেষ করেছেন। গত ৩ বছর ধরে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর থেকে সেখানে কেন্দ্রের তরফ থেকে বেশ কিছু প্রতিশ্রুতি ভাঙার দাবি উঠেছে। সেই কারণেই কেন্দ্রের নজর আকর্ষণের জন্য সোনাম ওয়াংচুক অনসনে বসেছিলেন।
ওয়াংচুক আগেই কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে জানিয়েছিলেন, ‘আমি দুটি বার্তা পাঠাতে চাই – একটি প্রধানমন্ত্রী মোদীকে এবং দ্বিতীয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আমি একটি সাক্ষাৎকারে দেখেছি যেখানে অমিত শাহ বলেছিলেন যে তিনি জৈন নন, তিনি একজন হিন্দু বৈষ্ণব। হিন্দু বৈষ্ণবের বিভিন্ন সংজ্ঞা থাকতে পারে, কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে এই: 'যে একজন বৈষ্ণব, অন্যের কষ্ট জানেন, অন্যের ভালো করেন, তার মনে অহংকার ঢুকতে না দিয়ে’।