Kolkata Airport : কলকাতা এয়ারপোর্টে দুই বিমানের ডানায় সংঘর্ষ, ভেঙে পড়ল একাংশ
এই সময় | ২৭ মার্চ ২০২৪
কলকাতা বিমানবন্দরে ২টি বিমানের ডানায় সংঘর্ষ। যার জেরে একটি বিমানের ডানার একাংশ ভেঙে পড়ল। এই ঘটনার জেরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ঘটনার সময়ে দু'টি বিমানেই যাত্রী ছিল বলে জানা যাচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঠিক কী কারণে ঘটল এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।ঠিক কী ঘটেছে?জানা গিয়েছে, এদিন কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর দু'টি বিমানের ডানায় আচমকা ধাক্কা লাগে। রানওয়েতে থাকার সময়ই এয়ার ইন্ডিয়ার বিমানের ডানায় ধাক্কা লাগে ইন্ডিগোর। সূত্রর খবর, ইন্ডিগোর বিমানের ডানার সামনের অংশের সঙ্গে এয়ার ইন্ডিয়ার উড়ানের পাখার একাংশে সংঘর্ষ হয়। তার জেরেই একটি বিমানের ডানার একাংশ ভেঙে যায়। সূত্রের খবর ঘটনায় ইতিমধ্যেই, তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। ঠিক কী কারণে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।
বেলা ১১টায় ঘটনাসূত্রের খবর, এদিন সকাল ১১টা নাগাদ ঘটে ঘটনাটি। উড়ে যাওয়ার আগেই দু'টি বিমানের ডানার মধ্যে সংঘর্ষ হয়। সেই সময় দু'টি বিমানই যাত্রী বোঝাই ছিল। একটি বিমান যাচ্ছিল কলকাতা থেকে চেন্নাই। অপরটি যাচ্ছিল কলকাতা থেকে দারভাঙ্গা। সংঘর্ষের জেরে চেন্নাইগামী বিমানের উইং টিপ অর্থাৎ ডানার উপরের অংশের যন্ত্রাংশ ভেঙে পড়ে যায়। ইতিমধ্যেই DGCA-কে জানান হয়েছে গোটা বিষয়টি।
বড়সড় বিপদ থেকে রক্ষাদুর্ঘটনায়, বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছেন যাত্রীরা। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (DGCA) তরফে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বিমানের পাইলটদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে। তবে শুধু পাইলটদের বিরুদ্ধে নয়, ঘটনায় গ্রাউন্ড স্টাফদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। বিমানবন্দর সূত্রে আরও খবর, এদিন ইন্ডিগো বিমানে মোট ১৩৫ জন যাত্রী ছিলেন।তার মধ্যে চার জন শিশুও ছিল।
পরীক্ষা করা হবে বিমানটিরঅন্যদিকে জানা যাচ্ছে, ইন্ডিগো উড়ানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ডিজিসিএ-তে। এই নিয়ে উড়ান সংস্থার তরফে জানান হয়েছে, দুর্ঘটনাটি কেন হল, কোনও গাফিলতি রয়েছে কি না, সেইসব দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। প্রোটোকল মেনে সমস্ত প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষাও করা হবে বিমানটির।