Kolkata Municipal Corporation: গার্ডেনরিচের ভাঙা বাড়ি থেকে নমুনা সংগ্রহ করল পুরসভার তদন্তকারী দল
এই সময় | ২৭ মার্চ ২০২৪
এই সময়: গার্ডেনরিচের আজহার মোল্লা বাগানে ভেঙে পড়া নির্মীয়মাণ বাড়ি থেকে নমুনা সংগ্রহ করল কলকাতা পুরসভার তদন্তকারী দল। মঙ্গলবার বিকেলে ঘণ্টা তিনেকেরও বেশি সময় ঘটনাস্থলে ছিলেন দলের সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন গার্ডেনরিচ থানার ওসি এবং পোর্ট ডিভিশনের ডিসি।এই দলের সদস্যরা নির্মীয়মাণ বাড়ির ভেঙে পড়া অংশের লাগোয়া বাড়িগুলির কতটা ক্ষতি হয়েছে তাও খতিয়ে দেখেন। ধসে যাওয়া বাড়ির ইমারতি সামগ্রী এবং মাটির নমুনা সংগ্রহ করেন। বাড়ির প্রোমোটার নির্মাণের সময়ে কোনও শর্টকাট প্ল্যান করেছিলেন কি না, তা খতিয়ে দেখেন কলকাতা পুলিশের প্রতিনিধিরা। এই তদন্তকারী দলের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরাও ছিলেন।
এ দিন কলকাতা পুরসভার তরফে আজহার মোল্লা বাগান সংলগ্ন এলাকার বাসিন্দাদের কাছে অনুরোধ জানানো হয়, কেউ যেন ঘটনাস্থলে অযথা ভিড় না করেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েকের মধ্যে ফের তদন্তকারী দল ঘটনাস্থলে যেতে পারে।
এদিকে, মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার ইন্ডিয়ার (আইটিপিআই) তরফে এক সাংবাদিক সম্মেলন করে কলকাতা শহর জুড়ে বেআইনি নির্মাণ নিয়ে পুরসভার কড়া সমালোচনা করা হয়। টাউন প্ল্যানার দীপঙ্কর সিনহা, বিমান বন্দ্যোপাধ্যায়, বহ্নি চক্রবর্তী, দেবব্রত ঘোষেরা অভিযোগ করেন, এই ধরনের দুর্ঘটনা এড়াতে বিভিন্ন এলাকার বৈচিত্র্যের কথা মাথায় রেখে নির্মাণ কাজের জন্য বিজ্ঞান ভিত্তিক নিয়ম তৈরি করা প্রয়োজন।
কিন্তু কলকাতা পুরসভা তা করছে না। টাউন প্ল্যানার সংগঠনের তরফে বেআইনি নির্মাণ রুখতে একাধিক চিঠি দিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হলেও পুরসভা সেই পরামর্শকে গুরুত্ব দেয়নি বলে তাঁদের অভিযোগ। এ দিন আইটিপিআইয়ের তরফ থেকে জানানো হয়, বেআইনি নির্মাণ করলে টাকা দিয়ে তা রেগুলারাইজ করা যাবে না, কোনও শিথিলতা না দেখিয়ে তা ভেঙে ফেলতে হবে এমন নিয়ম চালু করতে হবে।