• টাকার বিছানায় শুয়ে বিজেপি জোটের নেতা! ভাইরাল ছবি নিয়ে লোকসভার মুখে অস্বস্তিতে গেরুয়া শিবির
    এই সময় | ২৭ মার্চ ২০২৪
  • বিছানায় ছড়িয়ে কাঁড়ি কাঁড়ি টাকা। আর সেই টাকার মধ্যে শুয়ে রয়েছেন এক রাজনৈতিক নেতা। বুধবার দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি। লোকসভা ভোটের আগে এই চিত্র শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। যদিও ভাইরাল সেই ছবির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।জানা গিয়েছে, ভাইরাল ছবিতে যে নেতাকে দেখা গিয়েছে, তিনি অসমের প্রমোদ বড়ো নেতৃত্বাধীন UPPL পার্টির সদস্য। যে দলটি সেখানে BJP নেতৃত্বাধীন জোটে রয়েছে। ফলে আচমকা ভাইরাল হওয়া টাকার বিছানায় শুয়ে থাকা নেতার ছবিতে কার্যত অস্বস্তিতে গেরুয়া শিবির।

    বিতর্কের মুখে UPPL পার্টি যদিও বিবৃতি দিয়ে জানিয়েছে, বেঞ্জামিন বসুমাতারি নামে যে নেতাকে টাকার বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে দল বহুদিন আগেই সাসপেন্ড করে দিয়েছে। চলতি বছরের ১০ জানুয়ারি দল তাঁকে বিতাড়িত করেছে বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বেঞ্জামিন বসুমাতারির একটি ছবি ছড়িয়ে পড়েছে। স্পষ্টভাবে জানানো হচ্ছে, এই ব্যক্তির সঙ্গে UPPL-এর কোনও সম্পর্ক নেই। গত ১০ জানুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে। তাঁকে যাবতীয় সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারি কোনও পদেও তিনি আর নেই।

    UPPL-এর প্রধান প্রমোদ বড়ো সংবাদমাধ্যমের কাছে আর্জি জানিয়েছে, এই ধরণের ব্যক্তির সঙ্গে কোনওভাবে যাতে দলের যোগসূত্র না করা হয়। তিনি বলেন, 'মিস্টার বসুমাতারির সঙ্গে আমাদের UPPL দলকে কোনওভাবেই যাতে লিংক না করা হয়। সমস্ত সংবাদমাধ্যম এবং নেটিজেনদের কাছে আমার একান্ত আর্জি। তিনি যে কাজ করেছেন, তাঁর জন্য একমাত্র তিনিই ব্যক্তিগতভাবে দায়ী। ওঁর কৃতকর্মের জন্য UPPL কোনওভাবেই দায়ী নয়।'

    উল্লেখ্য, প্রমোদ বড়োর নেতৃত্বাধীন এই UPPL দলটি অসমে BJP-র সঙ্গে জোট সরকারে রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে তারা অসমে BJP লড়ছে ১১টি আসনে লড়ছে। দুই শরিক দল অসম গণ পরিষদ এবং UPPL লড়ছে তিনটি করে আসনে।

    লোকসভা ভোটের মুখে বেঞ্জামিন বসুমাতারি নামে এই নেতার এমন ছবি ভাইরাল হওয়ায় হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
  • Link to this news (এই সময়)