• ED Summons Mahua Moitra: লোকসভা ভোটের মুখে এবার মহুয়াকে তলব ED-র, দিল্লিতে হাজিরার নির্দেশ
    এই সময় | ২৭ মার্চ ২০২৪
  • CBI-এর FIR-এর পর এবার লোকসভার মুখে মহুয়া মৈত্রকে তলব করল ED। দিল্লিতে কেন্দ্রীয় এজেন্সির সদর দফতরে ডেকে পাঠানো হল তৃণমূলের কৃষ্ণনগরের প্রার্থীকে। একইসঙ্গে তলব করা হল শিল্পপতি দর্শন হিরানন্দানিকে।

    জানা গিয়েছে, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA)-এর নির্দেশ লঙ্ঘনের অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। আগামী ২৮ মার্চ মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব করা হয়েছে বলে খবর। লোকসভা ভোটের মুখে এই ED তলবে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ED-CBI-এর মতো এজেন্সিকে স্বার্থসিদ্ধির জন্য ব্যবহারের অভিযোগ তুলেছেন। এবার মহুয়াকে তলব করা নিয়েও ভোটের সময় বিস্তর প্রশ্ন উঠছে।

    মাত্র কিছুদিন আগেই আবগারি দুর্নীতি মামলায় মহুয়া মৈত্রর কলকাতার বাড়ি এবং অফিসে CBI তল্লাশি চালায়। এরপরই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র‍। নির্বাচনী প্রচারে বাধা দান করছে কেন্দ্রীয় এজেন্সি। এমনটাই অভিযোগ তুলেছিলেন তিনি। তদন্ত প্রক্রিয়া নিয়ে লোকসভা নির্বাচনের পূর্বে কমিশনকে গাইডলাইন তৈরি করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন মহুয়া। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে তিনি গোটা বিষয়টি বিস্তারিত উল্লেখও করেছিলেন। এর মধ্যেই আবার তাঁকে দিল্লিতে ED তলব করল। যদিও তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।

    প্রসঙ্গত, গত ১৯ শে মার্চ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্যাশ ফর কোয়্যারি মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। তাদের নির্দেশেই FIR দায়ের করা হয় মহুয়ার বিরুদ্ধে। তারপরই এই মর্মে তল্লাশি চালাতে মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মৈত্রের আলিপুরে ফ্ল্যাটে যান CBI আধিকারিকেরা। কৃষ্ণনগরে মহুয়ার দলীয় কার্যালয়ে গিয়েও তল্লাশি চালিয়েছেন তাঁরা।

    মহুয়ার বিরুদ্ধে CBI এবং ED-র এই তৎপরতা নিঃসন্দেহে ভোটের প্রচারে অস্ত্র করতে চলেছে BJP। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে, এ বিষয় কুণাল ঘোষ বলেছিলেন, 'জেলে গেলেও লোকসভায় লড়বেন মহুয়া।'

    টাকা নিয়ে সংসদে আদানি সম্পর্কে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে লোকসভা সচিবের কাছে নালিশ জানান BJP সাংসদ নিশিকান্ত দুবে। এরপর এই মর্মে তদন্ত করে লোকসভার এথিক্স কমিটি। এরপরই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। সেই সুপারিশের ভিত্তিতে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয় সংসদ থেকে। এমনকী, সংসদের পোর্টালের আইডি-পাসওয়ার্ড অন্যত্র শেয়ার করারও অভিযোগ ছিল তৃণমূলের নেত্রীর বিরুদ্ধে।
  • Link to this news (এই সময়)