পিছিয়ে থাকা বুথে বাড়তি নজর, ডায়মন্ড হারবার নিয়ে ম্যারাথন বৈঠকে বিশেষ স্ট্র্যাটেজি অভিষেকের
এই সময় | ২৭ মার্চ ২০২৪
'টার্গেট' ২০২৪-এর লোকসভা নির্বাচন। বুধবার ভোট প্রস্তুতির ধাপ হিসেবে ম্যারাথন বৈঠক করেন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় সাংসদ অফিসে বৈঠক করেন তিনি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আওতায় থাকা সাতটি বিধানসভা কেন্দ্রকে নিয়ে এই বৈঠক হতে চলেছে। ডায়মন্ড হারবার কেন্দ্র জয়ে ভোটের আগে ঠিক কী বার্তা দেন অভিষেক? সেই দিকে তাকিয়ে ছিল সমস্ত মহল।বুধবার আলোচনার প্রথম দিন হিসেবে বেছে নেওয়া হয় ডায়মন্ড হারবার এবং ফলতা বিধানসভা কেন্দ্রকে। সেখানে একাধিক রাজ্য সরকারি প্রকল্পের রূপায়ণ হয়েছে। তা নিয়েও আলোচনা হতে পারে। উল্লেখযোগ্যভাবে, বিধানসভা নির্বাচনে সেই সময় তৃণমূল বিধায়ক দীপক হালদার যোগদান করে বিজেপিতে। কিন্তু, এর কোনও প্রভাব পড়েনি ভোটবাক্সে। ফলতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র।
বুধবার বৈঠকে আরও বেশি লিড নিয়ে জয়ের আশা প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সূত্রের খবর এমনটাই। শুধু তাই নয়, কম ভোট পাওয়া বুথগুলিতে বাড়তি নজর দেওয়ার কথা বলা হয়।
গত কয়েক বছরে ডায়মন্ড হারবার কেন্দ্রগুলিতে একাধিক প্রকল্পে কাজ হয়েছে। বিভিন্ন সময় দলীয় নেতারা সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে। কিন্তু, তা সত্ত্বেও কেন বেশ কিছু বুথে ISF-BJP এগিয়ে? তা খুঁজে বার করে প্রচারে জোর দেওয়ার কথা বলা হয়েছে এদিনের বৈঠকে, সূত্রের খবর এমনটাই। কোথায় গলদ, তা খুঁজে বার করার বিষয়ে জোর দেওয়ার কথা বলা হয়েছে। ওই বুথে যাতে কোনওভাবেই লোকসভায় ভোট না কমে সেই জন্য এখন থেকেই উন্নয়নের বার্তা প্রচারে পদক্ষেপ করার কথাও বলা হয়েছে বলে সূত্রের খবর।
তাৎপর্যপূর্ণভাবে এখনও ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, বাম, কংগ্রেস বা ISF। তৃণমূল ছাড়া একমাত্র রাজনৈতিক দল SUCI যারা রাজ্যের সমস্ত আসনে প্রার্থী দিয়েছে। সেই অর্থে দেখতে গেলে এখনও ডায়মন্ড হারবারে ‘সোলো প্রার্থী’ তিনিই, যা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকটাই এগিয়ে রেখেছে বলে মন্তব্য ওয়াকিবহাল মহলের।
এদিকে ISF ওই কেন্দ্রে নওশাদ সিদ্দিকিকে দাঁড় করাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। নওশাদ সিদ্দিকি জানিয়েছিলেন, এই নিয়ে দলের অন্দরেই দ্বিমত রয়েছে। দল অনুমতি দিলে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়াই করার জন্য রাজি তিনি। এখন দেখার অভিষেকের সামনে এই কেন্দ্রে কাকে দাঁড় করায় গেরুয়া শিবির!