• Puri Weather : তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা! ভেস্তে যাবে পুরী বেড়ানোর প্ল্যান?
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • পুরী বেড়ানোর প্ল্যান রয়েছে? ব্যাগপত্র গুছিয়ে ট্রেনে ওঠার আগে সাবধান হয়ে যান। প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে জগন্নাথধামে। মৌসম ভবনের তরফে ওডিশার এই সৈকত শহরের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।কেবলমাত্র পুরী নয়, ওডিশার আরও ১২টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত কটকে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া এবং মুহূর্মুহু বজ্রপাত। ওডিশার যে সমস্ত জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে, সে তালিকায় রয়েছে, বালঙ্গির, কালাহান্ডি, কন্ধমল, সোনেপুর, বৌদ্ধ, অঙ্গুল, নয়াগড়, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ধেঙ্কানল, কটক এবং পুরী। ফলে চলতি সপ্তাহে যারা পুরী বেড়ানোর পরিকল্পনা করেছিলেন, ট্রেনে চড়ার আগে আবহাওয়ার আপডেট জেনে নেওয়াই শ্রেয়।

    দুর্যোগপূর্ণ আবহাওয়াতেই কেটে দোল উৎসব। ওডিশা, পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যেই প্রবল বর্ষণ হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এ তো কেবলমাত্র ট্রেলর, চলতি সপ্তাহ জুড়েই প্রবল ঝড়বৃষ্টি চলবে সেভেন সিস্টার্সে। কারণ প্রাক বর্ষার মরশুম শুরু হয়ে গিয়েছে দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতে। চলতি সপ্তাহের বাকি দিনগুলি অর্থাৎ বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, উত্তর পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে অসম এবং তার আশপাশের অঞ্চলে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বিহার এবং দক্ষিণ পূর্ব অসমে। এরই প্রভাব পড়ছে ওডিশার কটক, পুরীর মতো শহরগুলিতে। চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সাক্ষী হবেন পর্যটকরা।

    বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে। বৃহস্পতিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও। সিকিমে সোমবার থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত। আগামী সোমবার পর্যন্ত তা চলবে বলেই মনে করা হচ্ছে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন,সন্ধ্যায় তুমুল ঝড়বৃষ্টি হলেও দিনের বেলায় উল্লিখিত রাজ্যগুলির প্রত্যেকটিতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। তিন থেকে চারদিন পর্যন্ত তাপমাত্রা বাড়বে দিনের বেলায়।

    এদিকে, সোমবার প্রবল দুর্যোগের জেরে সিকিমের লাচুংয়ে ভয়াবহ ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে আটকে পড়েন বহু পর্যটক। যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবর মেলে। এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনও গাড়িকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে। ফলে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পরিকল্পনা কার্যত ভেস্তে গিয়েছে পর্যটকদের।
  • Link to this news (এই সময়)