Pinarayi Vijayan Daughter : কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ! কেরালার মুখ্যমন্ত্রী কন্যার বিরুদ্ধে মামলা ইডির
এই সময় | ২৮ মার্চ ২০২৪
দুর্নীতির অভিযোগ এবার CPIM-এর নেতার ঘরেও। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বীণা বিজয়নের একটি তথ্যপ্রযুক্তি সংস্থা রয়েছে। অভিযোগ, এই সংস্থায় ভিন্ন দুটি কোম্পানি থেকে বেআইনিভাবে অর্থ ঢুকেছে। সেই তছরুপের মামলাতেই জড়িয়ে গিয়েছে CPIM-এর এই পলিটব্যুরো নেতার মেয়ের নাম। খবর প্রকাশ্যে আসার পর থেকেই কেরালার বিরোধী দলগুলির তরফে শুরু হয়েছে বিজয়নের সমালোচনা।উল্লেখ্য, ২০২৩ সালেও বীণা বিজয়ের সংস্থায় আর্থিক তছরুপের বিষয়টি প্রথমবার সামনে এসেছিল। কেরালার স্থানীয় সংবাদমাধ্যমে এই নিয়ে এই রিপোর্টও প্রকাশিত হয়। তারপর জাতীয় স্তরেও এই নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছিল। এরপর চলতি বছর জানুয়ারি মাসে গোটা বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় এজেন্সিকে নির্দেশ দিয়েছিল কর্পোরেট বিষয়ক মন্ত্রক। সেই নির্দেশের মাস দুয়েক পর মামলা রুজু করেছে ED।
ঠিক কী অভিযোগ রয়েছে পিনারাই কন্যার বিরুদ্ধে?কোচির দুটি সংস্থা কোচি মিনারেলস এবং রুটাইল লিমিটেডে সফটঅয়্যার ডেভেলপমেন্টের কাজ করার কথা ছিল বীণার সংস্থার। কিন্তু, ইডির দাবি, ওই দুই সংস্থা এবং বীণা বিজয়নের সংস্থার মধ্যে প্রায় ১ কোটি ৭০ লাখা টাকার বেশি লেনদেন হয়েছিল সে সময়ে। কিন্তু, বাস্তবে কোনও কাজই হয়নি। অভিযোগ, কাজের নামে বেআইনি অর্থের লেনদেন করা হয়েছিল কেবলমাত্র। আর তারপর থেকেই বিজয়ন কন্যার সংস্থা আতশ কাচের নীচে চলে আসে।
গেরুয়া শিবিরের বিরুদ্ধে এবং কেন্দ্রের BJP সরকারের বিরুদ্ধে বরাবরই সরব কেরালার মুখ্যমন্ত্রী। দেশের মধ্যে একমাত্র এই রাজ্যেই বামেরা ক্ষমতায়। ফলে লোকসভা নির্বাচনের মুখে কেরালায় রাজনৈতিক উত্তাপ ঊর্ধ্বমুখী। লাল ও গেরুয়া একে অপরের বিরুদ্ধে নানা আক্রমণ শানাচ্ছেন। এ সময় বীণা বিজয়নের বিষয়টি BJP-র কাছে নয়া হাতিয়ার হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।