• কল্যাণী এইমস-এর ওপিডিতে কবে কোন বিভাগে চিকিৎসা? সব তথ্য এক ক্লিকে
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • পুরোদস্তুর চিকিৎসা শুরু হয়েছে কল্যাণী এইমস হাসপাতালে। কিছুদিন আগেই এই হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে বাংলার চিকিৎসা ব্যবস্থায় নতুন এক পালক যুক্ত হয়েছে। শুধুমাত্র নদিয়া জেলাই নয়, পার্শ্ববর্তী মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এমনকী গঙ্গার অপর পাড়ের হুগলি জেলার মানুষের কাছেও খুলে যায় চিকিৎসার এক নয়া দিগন্ত। এখানেই শেষ নয়, উত্তরবঙ্গ থেকে যাঁরা চিকিৎসার জন্য কলকাতার দিকে আসেন, তাঁরাও এই এইমস হাসপাতালের ফলে উপকৃত হবেন বলে আশা।এবার হাসপাতালে কবে কোন চিকিৎসক বসেন এবং তাঁদের হাসপাতালের কোথায় পাওয়া যাবে সেই সংক্রান্ত তথ্যও সামনে এসেছে। এমনকী কোন সময় ও কোন নম্বরে ফোন করে হাসপাতালের ওপিডি-তে বুক করতে হবে, সেই বিষয়েও জানিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।

    বিভাগদিনফ্লোরকার্ডিও থোরাসিক সার্জারিসোম বুধ শুক্র প্রথমপ্রথমনেফ্রোলজিবুধ শুক্রপ্রথমকার্ডিওলজিসোম বুধ শুক্র প্রথমপ্রথমফিজিক্যাল মেডিডিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনসোম থেকে শুক্রপ্রথমইএনটিসোম থেকে শুক্রদ্বিতীয়বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিসোম মঙ্গল বৃহস্পতিদ্বিতীয়অ্যানেসথেসিওলজিসোম থেকে শুক্রদ্বিতীয়জেনারেল সার্জারিসোম থেকে শুক্রদ্বিতীয়অফথ্যালমোলজিসোম থেকে শুক্রদ্বিতীয়ওবসটেটরিকস অ্যান্ড গাইনিকোলজিসোম থেকে শুক্রদ্বিতীয়ডার্মাটোলজিসোম থেকে শুক্রতৃতীয়জেনারেল মেডিসিনসোম থেকে শুক্রতৃতীয়পেডিয়াট্রিকসসোম থেকে শুক্রতৃতীয়সাইকিয়াট্রিসোম থেকে শুক্রতৃতীয়নিউরো - সার্জারিমঙ্গল বৃহস্পতিতৃতীয়রিউমেটলজি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজিসোম বুধ শুক্রতৃতীয়ডেন্টিস্ট্রিসোম থেকে শুক্রচতুর্থএন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজমসোম মঙ্গল বৃহস্পতি শুক্রচতুর্থঅর্থপেডিকসসোম থেকে শুক্রচতুর্থইউরোলজিবুধ শুক্রচতুর্থপালমোনারি মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারসোম বুধ শুক্রচতুর্থগ্যাস্ট্রোএন্টেরোলজি (গ্যাস্ট্রো ওপিডি)বুধচতুর্থগ্যাস্ট্রোএন্টেরোলজি (লিভার ক্লিনিক)শুক্রচতুর্থপেডিয়াট্রিক সার্জারিসোম মঙ্গল (দ্বিতীয় ও চতুর্থ) বুধ বৃহস্পতিচতুর্থইনফেকশাস ডিজিজ ক্লিনিকবুধ শুক্রচতুর্থমেডিক্যাল অংকোলজিমঙ্গল বৃহস্পতিপঞ্চমকবে কোন বিভাগে চিকিৎসা

    এই হাসপাতালে আউটডোরে মাত্র ১০ টাকার বিনিময়ে চিকিৎসা করান যাচ্ছে। আর কোনও রোগীকে যদি হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে তাহলে তার খরচ দিন প্রতি ৩৫ টাকা। সেক্ষেত্রে ওই ৩৫ টাকার মধ্যেই রোগীকে খাবারও দেওয়া হচ্ছে।
  • Link to this news (এই সময়)