• Rohit Sharma: মুম্বইয়ের হয়ে 'ডবল সেঞ্চুরি' রোহিতের, জার্সি তুলে দিলেন শচীন ...
    আজকাল | ২৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ডবল সেঞ্চুরি রোহিত শর্মার। ২০১১ সালে একজন তরুণ ক্রিকেটার হিসেবে যোগ দেওয়ার পর মুম্বইয়ের হয়ে ২০০তম ম্যাচ খেলে ফেললেন হিটম্যান। বুধবার রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলে মুম্বইয়ের জার্সিতে নিজের দুশোতম ম্যাচ খেলতে নামেন রোহিত। এদিন টসের পর রোহিতের হাতে একটি বিশেষ জার্সি তুলে দেন শচীন তেন্ডুলকর। জার্সিতে লেখা ২০০। তার নীচে রোহিতের নাম লেখা। নীল জার্সিতে ৫০৮৪ রান করেন পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক। গড় ২৯.৩৯। স্ট্রাইক রেট ১২৯.৮৬। তারমধ্যে রয়েছে একটি শতরান এবং ৩৪টি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১০৯। ২০১৩ সালে রিকি পন্টিংয়ের থেকে দায়িত্ব নেওয়ার পর গত দশ বছরে মুম্বইকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন রোহিত। দু"বার প্লে অফে উঠেছে। মুম্বইয়ের হয়ে দু"বার চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতেন রোহিত। মুম্বইয়ের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ডেকান চার্জার্সে খেলেন। তাঁদের হয়ে ২০০৯ সালে আইপিএলও জেতেন। সুতরাং মোট ছ"বার আইপিএল জিতেছেন রোহিত। এই নজির অন্য কারোর নেই। 
  • Link to this news (আজকাল)