• Hardik Pandya: হার্দিককে ওয়াংখেড়েতে আরও সমস্যায় পড়তে হবে, দাবি মনোজ তিওয়ারির...
    আজকাল | ২৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন। কয়েকদিন আগে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মনোজ তিওয়ারি। কিন্তু আইপিএল দেখছেন। মুম্বই ইন্ডিয়ান্স-গুজরাট টাইটান্স ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার প্রতি গ্যালারির আচরণ দেখে একটুও অবাক হননি মনোজ। বরং বাংলার ক্রিকেটার মনে করেন, মুম্বইয়ে আরও সমস্যায় পড়তে হবে রোহিতের উত্তরসূরিকে। তবে পাশাপাশি মনে করেন, এই পরিবেশ এবং পরিস্থিতি অতিক্রম করার ক্ষমতা পাণ্ডিয়ার আছে। মনোজ বলেন, "মুম্বই কীভাবে হার্দিককে স্বাগত জানায় সেটা দেখতে হবে। আমার মনে হয়, মুম্বইয়ের ক্রিকেট ভক্তরা হার্দিককে আরও বেশি আওয়াজ দেবে। কারণ মুম্বই ফ্যান হোক বা রোহিত, কেউই হার্দিককে এবছর নেতা হিসেবে ভাবেনি। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচটা ট্রফি দেওয়ার পর অধিনায়কত্ব হারাতে হল। এর কারণ আমি জানি না। তবে ফ্যানরা মেনে নিতে পারেনি। মাঠে তারই প্রতিফলন হচ্ছে।" একইসঙ্গে হার্দিকের সমালোচনা সামলানোর ক্ষমতার প্রশংসা করেন মনোজ। এই প্রসঙ্গে তিনি বলেন, "টিভিতে দেখলাম আওয়াজ খাওয়া সত্ত্বেও নিজের মাথা ঠাণ্ডা রেখেছে হার্দিক। স্নায়ু ধরে রেখেছে। যা ভাল টেম্পারামেন্টের লক্ষণ।" তিনি মনে করেন, আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা ভেবে সবকিছু সরিয়ে রেখে শুধুমাত্র নিজের খেলার ফোকাস করা উচিত পাণ্ডিয়ার।‌ মনোজ বলেন, "ওকে আওয়াজ না দেওয়া হলেও টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেতে নিজেকে প্রমাণ করতে হবে। শুধু ও নয়, সবাইকেই ভাল খেলতে হবে এবং ফিট থাকতে হবে। ভারতের একনম্বর অলরাউন্ডার হার্দিক। ওর ফর্মে থাকাটা খুবই জরুরি।" একসময় দিল্লির হয়ে খেলতেন মনোজ। ঋষভ পন্থের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী তিনি। দীর্ঘ ১৫ মাস পর ক্রিকেটে ফিরলেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখায়নি তাঁকে। তবে মনোজের আশা, দ্রুত নিজের হারিয়ে যাওয়া ফর্ম ফিরে পাবেন ঋষভ এবং আবার ম্যাচ উইনার হয়ে উঠবেন। পন্থের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জন্য রিকি পন্টিং এবং সৌরভ গাঙ্গুলিরও কৃতিত্ব দেন মনোজ। 
  • Link to this news (আজকাল)