• India-Pakistan: আবার দেখা যাবে ভারত-পাকিস্তান সিরিজ? আয়োজন করতে এগিয়ে এল ক্রিকেট অস্ট্রেলিয়া...
    আজকাল | ২৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ১২ বছর আগে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে। তারপর থেকে আইসিসি টুর্নামেন্ট ছাড়া দুই দেশ কখনও মুখোমুখি হয়নি। একাধিকবার এই নিয়ে আলোচনা সত্ত্বেও কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি। রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে কোনও দেশের মাটিতেই এই সিরিজ রাখা সম্ভব নয়। এবার আসরে নামল ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন করতে চাইছে তাঁরা। অস্ট্রেলিয়ায় ভারত, পাকিস্তানের বিপুল জনসমর্থনের কথা ভেবেই এমন উদ্যোগ নিতে চাইছে ক্রিসেন্ট অস্ট্রেলিয়া। দুই দেশের কাছে প্রস্তাব পাঠানোর কথা ভাবা হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ কর্তা নিক হকলি বলেন, "এমসিজিতে ভারত-পাকিস্তান ম্যাচের কথা নিশ্চয়ই মনে আছে? অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে ম্যাচটা স্মরণীয়। এর আগে এত ভাল একটা ম্যাচ আমরা দেখিনি। পরিস্থিতি তৈরি হলে আবার আমরা ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে রাজি আছি। এই ম্যাচটা দেখতে চায় প্রচুর মানুষ। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। তবে দু"দেশের অনুমতির ওপর সবকিছু নির্ভর করছে।" ২০২২ টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মেলবোর্নে হয়েছিল। প্রচুর দর্শক হয়েছিল সেই ম্যাচে। সেটা দেখেই উৎসাহিত ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে শুধু দ্বিপাক্ষিক সিরিজ নয়, ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতেও তাঁরা আগ্রহী। সুযোগ পেলে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মধ্যে সেরিজ আয়োজন করার ভাবনাও রয়েছে। 
  • Link to this news (আজকাল)