• Arvind Kejriwal: হাইকোর্টেও মিলল না স্বস্তি, ইডি হেফাজতেই কেজরিওয়াল
    আজকাল | ২৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গ্রেপ্তারির বিরোধিতা করে দিল্লির হাইকোর্টে গিয়েছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে বুধবার সেখানেও মিলল না স্বস্তি। জামিন পেলেন না তিনি। কেজরিওয়াল যে আবেদন করেছেন, তার জবাব দেওয়ার জন্য আদালত ইডিকে ২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে। ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।বৃহস্পতিবার তাঁর ইডি হেফাজতের ৭ দিনের মেয়াদ শেষ হচ্ছে। কেজরিওয়ালের স্ত্রী সুনীতা জানিয়েছেন, ২৮ তারিখ আদালতেই সব তথ্য দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে বুধবার বিক্ষোভ চলে দিল্লি বিধানসভায়। আপ বিধায়কদের পরনে ছিল হলুদ টি শার্ট, তাতে লেখা ছিল "ম্যা ভি কেজরিওয়াল", অর্থাৎ "আমিও কেজরিওয়াল"। তাঁরা মোদির বিরুদ্ধে স্লোগান দেন বিধানসভায়। অন্যদিকে বিজেপিও কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দাবি করে সুর চড়ায় এদিন।
  • Link to this news (আজকাল)