• INDIAN ARMY: এপ্রিলে দিল্লিতে অনুষ্ঠিত হবে বার্ষিক 'সেনা কমান্ডার সম্মেলন'...
    আজকাল | ২৮ মার্চ ২০২৪
  • তীর্থঙ্কর দাস: ১ এবং ২ এপ্রিল দিল্লিতে অনুষ্ঠিত হবে সেনা কমান্ডারদের সম্মেলন। সম্মেলনে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বার্ষিক এই সম্মেলন ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । ভারতীয় সেনাবাহিনীর নীতিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা এই সম্মেলনে আলোচনা করা হবে। ২৮ শে মার্চ থেকে এই সম্মেলনের দায়িত্বে থাকবেন সেনা প্রধান, জেনারেল মনোজ পান্ডে। ভারতীয় সেনাবাহিনীর কমান্ডাররা তাঁদের নিজস্ব হেডকোয়ার্টার থেকে ভার্চুয়াল মোডে উপস্থিত থাকবেন এই সম্মেলনে। ভৌগোলিক মানচিত্র এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা এই সম্মেলনে। ১ এপ্রিল থেকে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব পরিচালনগত কার্যকারিতা বৃদ্ধি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির মোকাবিলা নিশ্চিত করতে প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কর্মসূচিতে যোগ দেবেন। ২ এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভাষণ দেবেন। সেনা প্রধান জেনারেল অনিল চৌহান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, এবং বায়ুসেনা প্রধান মার্শাল ভি আর চৌধুরী উপস্থিত থাকবেন এই সম্মেলনে।
  • Link to this news (আজকাল)