• MARTIAL ARTS: মার্শাল আর্ট হ্যাপকিডোর আন্তর্জাতিক সেমিনার চুঁচুড়ায়...
    আজকাল | ২৮ মার্চ ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: আত্মরক্ষার পাশাপাশি শরীর ফিট রাখতেও জনপ্রিয়তা বাড়ছে মার্শাল আর্ট হ্যাপকিডোর। ভারতেও এই মার্শাল আর্টকে বিভিন্ন স্তরে পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাপকিডো অ্যাসোশিয়েসন অফ ইন্ডিয়া। বুধবার বেঙ্গল হ্যাপকিডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে হুগলির চুঁচুড়ায় দু"দিনের এক আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে। সেমিনারে ভারত ছাড়াও অংশগ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়া, অস্ট্রিয়া, কিরগিস্থান, নেপাল ও ইরানের প্রতিনিধিরা। হুগলি ডিষ্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ইনডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে সেমিনারের আনুষ্ঠানিক সূচনা করেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আনন্দেশ্বর পাণ্ডে। আয়োজক সংগঠনের সম্পাদক রূপকমল নন্দী জানিয়েছেন, বাংলা তথা ভারতীয় হ্যাপকিডোকে আরও এগিয়ে নেওয়ার জনই এই সেমিনার।বাংলার হ্যাপকিডো নিয়ে প্রশংসা করলেন আনন্দেশ্বর পাণ্ডে। তিনি বলেন, রূপকমল নন্দীর নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে। জাতীয় ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। আয়োজকদের তরফে এদিন উপস্থিত দেশ বিদেশ থেকে আগত অতিথিদের বরণ করে নেওয়া হয়। আয়োজক সংস্থার সম্পাদক জানান, দুদিনের প্রশিক্ষণ শিবিরে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
  • Link to this news (আজকাল)