• সহকারী শিক্ষিকাকে জুতো দেখিয়ে 'হুমকি', অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক...
    আজকাল | ২৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : "মিড ডে মিল" নিয়ে দুর্নীতির প্রতিবাদ করায় সহকারী এক শিক্ষিকাকে ধমক দিয়ে পায়ে পড়ে থাকা জুতো দেখানো এবং "তেড়ে" যাওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ৪৫ নম্বর ধুসরীপাড়া কলোনি জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষ্ণুপদ হালদারের বিরুদ্ধে।এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে (যার সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি)। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে জেলা জুড়ে। তবে গোটা কোনও লিখিত অভিযোগ এখনও শিক্ষা দপ্তরে জমা পড়েনি বলে জানিয়েছেন ধুলিয়ান চক্রের স্কুল ইন্সপেক্টর হোসনেয়ারা খাতুন। তিনি জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে। ধুসরীপাড়া প্রাথমিক স্কুলের "আক্রান্ত" সহকারী শিক্ষিকা মার্গারেট হাঁসদা ২০০৫ সাল থেকে ওই স্কুলে কর্মরত রয়েছেন। অভিযোগ সম্প্রতি ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিড ডে মিলের রান্না করা খাওয়ার নিয়ে ব্যাপক দুর্নীতি করছেন। ওই শিক্ষিকার অভিযোগ," কোনও দিন স্কুলে কম ছাত্র আসলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেশি সংখ্যক ছাত্রের উপস্থিতি দেখিয়ে এবং চার্ট অনুযায়ী খাবার রান্না না করে বাকি টাকা আত্মসাৎ করছেন।" শিক্ষিকার আরও অভিযোগ," মিড ডে মিলের দুর্নীতির প্রতিবাদ করায় গত কয়েকদিন ধরে প্রধান শিক্ষক তাঁর উপর মানসিকভাবে নির্যাতন করছেন। শনিবার গোটা বিষয়টি নিয়ে স্কুলে যখন আলোচনা চলছিল সেই সময় প্রধান শিক্ষক কয়েকজন গ্রামবাসী এবং পঞ্চায়েত সদস্যদের সামনেই আমাকে জুতো খুলে মারতে আসেন।" পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি তরুণ কুমার সিংহ বলেন," আমরা জানতে পেরেছি ওই সহকারী শিক্ষিকা ২০০৫ সাল থেকে ওই স্কুলে চাকরি করছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের থেকে উনি প্রায় ১৭ বছরের "সিনিয়র"। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যা করেছেন তা ঘৃণ্যতম অপরাধ বলে আমরা মনে করি।"তবে শনিবার স্কুল বন্ধ হওয়ার পর বুধবারও কর্মস্থলে যোগ দেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষ্ণুপদ হালদার। তাই তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত অপর এক শিক্ষক অনঙ্গ মোহন সিংহ বলেন," মার্গারেট হাঁসদা নামে ওই সহ শিক্ষিকা সময় মতো স্কুলে আসেন না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁকে সময় মেনে স্কুলে থাকতে বলার জন্য তিনি এখন মিড ডে মিলে দুর্নীতির ভুয়ো অভিযোগ তুলছেন।"
  • Link to this news (আজকাল)