• কেজরির গ্রেফতারির প্রতিবাদে পথে ইন্ডিয়া জোট! দিল্লিতে জনসভা
    ২৪ ঘন্টা | ২৮ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেলে বসেই এখন সরকার চালাচ্ছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদের এবার পথে নামছে ইন্ডিয়া জোট। আগামী ৩১ মার্চ জনসভা হবে দিল্লির রামলীলা ময়দানে। সভায় তৃণমূলের তরফে থাকবেন ২ সাংসদ। আমন্ত্রিত জোটের অন্য শরিকরাও।

    ঘটনাটি ঠিক কী? লোকসভা ভোটের মুখে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্ট যেদিন রক্ষাকবচের আবেন খারিজ করে দেয়, সেদিনই মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি। প্রায় দু'ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। শেষপর্যন্ত গ্রেফতার করা হয় আদমি পার্টির জাতীয় আহ্বায়ককে। কবে? গত বৃহস্পতিবার , ২১ মার্চ।এখন ইডির হেফাজতে কেজরিওয়াল। তবে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নয়, জেলে বসেই প্রশাসনিক কাজকর্ম করছেন তিনি। ভিডিয়ো বার্তা স্ত্রী সুনীতার বিস্ফোরক দাবি, আগামীকাল, বৃহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের পর্দা ফাঁস করবেন স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল!এদিকে ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরি। কিন্তু তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ২ এপ্রিলের মধ্য়ে জবাব দিতে হবে ইডিকে। মামলা পরবর্তী শুনানি ৩ এপ্রিল।
  • Link to this news (২৪ ঘন্টা)