• বরানগরের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা!
    প্রতিদিন | ২৮ মার্চ ২০২৪
  • বিশেষ সংবাদদাতা: রাজনৈতিক পুনর্বাসন! বিধানসভা উপনির্বাচনে বরানগরের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়! এমনই খবর তৃণমূল সূত্রে। বিধায়ক তাপস রায় পদত্যাগ করায় আসনটি ফাঁকা রয়েছে। লোকসভার আবহেই সেখানে ভোটগ্রহণ। ইতিমধ্যে প্রার্থী দিয়েছে বিজেপি। এবার চমক দিয়ে সেখানে সায়ন্তিকাকে প্রার্থী করতে পারে রাজ্যের শাসকদল।

    দেশের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) সূচি ঘোষণার সময় উপনির্বাচনের দিনক্ষণও জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। যে রাজ্যে যেদিন ভোট, সেদিনই উপনির্বাচনও হয়ে যাবে বলে জানিয়েছিলেন কমিশনার। ফলে লোকসভা ভোটের আবহেই বাংলার ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্র দুটিতে ভোট হবে। ৭ মে অর্থাৎ তৃতীয় দফায় ভোট ভগবানগোলা আসনে। ১ জুন ভোট হবে বরানগরে। ইতিমধ্য়ে দুই আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। বরানগরে গেরুয়া শিবিরের প্রার্থী কাউন্সিলর সজল ঘোষ। তৃণমূলের অন্দরের খবর অনুযায়ী, সজলের বিরুদ্ধে লড়াই করবেন ?অভিমানী? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে এবিষয়ে এখনও কোনও খবর নেই বলেই জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, ?আমার কাছে এখনও কোনও কনফার্মেশন নেই। দল তো নাম ঘোষণা করবে। ততক্ষণ অপেক্ষা করি।?

    ২০২১ সালের বিধানসভা ভোটে প্রথমবার টিকিট পান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়(Sayantika Banerjee)। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন। বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানার কাছে হেরে যান। তবে ভোটে হারলেও জমি আঁকড়ে পড়েছিলেন বাঁকুড়ায়। অভিনেত্রীকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয় তাঁকে। সায়ন্তিকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাবেন বলে মোটের উপর নিশ্চিত ছিলেন কেউ কেউ। কিন্তু শেষমেশ প্রার্থী করা হয়নি তাঁকে। যার জেরে ?অভিমান?-এ দলের সমস্ত পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করে চিঠিও দিয়েছিলেন বলে খবর ছিল। কানাঘুষো শোনা যাচ্ছিল, দলও ছাড়তে পারেন সায়ন্তিকা। তবে সেই সমস্ত জল্পনা উড়িয়ে তৃণমূলেই থেকে যান। 

    এদিকে লোকসভার প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যারা প্রার্থী হচ্ছেন না তাঁদের অন্য কোনওভাবে কাজে লাগানো হবে। পুনর্বাসনের কথা জানিয়েছিলেন। সায়ন্তিকাকে সেই পুনর্বাসন দেওয়া হচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের। 
  • Link to this news (প্রতিদিন)