• গোঁড়া মুসলিম দেশের প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগী, চিনুন সৌদির রুমি আলকাহতানিকে
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • ২০২৪ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার কথা উজ্জ্বল বর্ণে লেখা থাকবে ইতিহাসের পাতায়। কারণ অত্যন্ত রক্ষণশীল দেশ সৌদি আরব এই প্রথমবার কোনও সুন্দরীকে দেখা যাবে বিশ্বসুন্দরীদের মঞ্চে। বোরখা- আবায়ার বদলে বিকিনিতে RAMP WALK করতে দেখা যাবে ২৭ বছর বয়সী এই সৌদি মডেলকে। অত্যন্ত রক্ষণশীল এই মুসলিম দেশে মেয়েদের ওপর আজও নানারকম বিধিনিষেধ মেনে চলতে হয়। তার মাঝেই সমস্ত বিধিনিষেধ ভাঙার সাহস দেখিয়েছেন রুমি আলকাহতানি।কে এই রুমি আলকহতানি?সৌদি আরব থেকে প্রথমবারের জন্য মিস ইউনিভার্সের মঞ্চে হাঁটতে চলেছেন ২৭ বছরের রুমি আলকাহতানি। প্রতিবন্ধকতার সমস্ত আগল ভেঙে এই সাহস দেখিয়ে এই সুন্দরী ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন তিনি। রিয়াধে জন্মানো পেশায় মডেল রুমি অনলাইন ইনফ্লুয়েন্সর হিসেবেও জনপ্রিয়। ইনস্টাগ্রাম ভেরিফায়েড অ্যাকাউন্ট আছে তাঁর। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লক্ষ। তিনি নিজের ইনস্টাগ্রামে তাঁর প্রতিযোগিতায় অংশ নেওয়ার খবর নিজেই শেয়ার করেছেন ফলোয়ারদের সঙ্গে। কয়েক সপ্তাহ আগেই মালয়েশিয়ায় অনুষ্ঠিত মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ানে তিনি অংশ নেন। বিশ্ব সংস্কৃতি সম্পর্কে জানা এবং সৌদি সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য বলে জানিয়েছেন রুমি। মিস সৌদি আরবের মুকুট পরার পাশাপাশি তিনি মিস মিডল ইস্ট, মিস আরব ওয়ার্ল্ড পিস ২০২১ এবং মিস ওমেনের খেতাবও জিতেছেন।

    এবছরের শুরুতে ফিলিপাইনের ডায়নশেন ম্যাগ অ্যাবো মিসেস গ্লোবাল এশিয়ান ২০২৪-এর মুকুট মাথায় ওঠে রুমির। তিনি তার প্রতিযোগিতার পুরো যাত্রার আপডেটগুলো ভাগ করে নিয়েছেন। মার্জিত , রুচি সম্মত গাউন এবং ঐতিহ্যবাহী সৌদি পোশাকে অত্যন্ত মোহময়ী লাগছিল এই সুন্দরীকে।

    মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের অংশগ্রহণ একটি মাইলফলকের থেকে কম কিছু নয়। তারই মাঝে রিয়াধে জন্মানো এই সৌদি সুন্দরী সক্কলকে চমকে দিয়েছে তার মডেলিং এবং একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হিসাবে। একাধিক শিরোপা তিনি অর্জন করলেও ধারাবাহিকভাবে কমনীয়তা এবং ভদ্রতা প্রদর্শণ করে বিভিন্ন বিভাগে অংশ নেন তিনি। ইনস্টাগ্রামে উজ্জ্বল উপস্থিতির পাশাপাশি এক্স হ্যান্ডে এবং স্ন্যাপচ্যাটেও সমানভাবে সক্রিয়। সেখানেও তাঁর ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে এক মিলিয়ন। তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি সংযুক্ত আরব আমিরশাহী থেকে মিশর, ইতালি সহ বিভিন্ন জায়গায় ঘোরার নেশাকে প্রতিফলিত করে।
  • Link to this news (এই সময়)