• চাকরি ছেড়ে চুরিই পেশা বি-টেক পাশ তরুণীর
    এই সময় | ২৮ মার্চ ২০২৪
  • বেঙ্গালুরু: এমনও হয়। অন্তত পুলিশের দাবি তেমনই। রাজস্থানের এক তরুণী নাকি স্রেফ চুরিকে ‘পেশা’ করবেন বলে চাকরিই ছেড়ে দিয়েছেন এক বছর আগে! তাঁর কাছ থেকে এখনও পর্যন্ত ২৪ টি চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে বেঙ্গালুরু পুলিশ। যার মোট আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। জাসসু আগরওয়াল নামে ওই মেয়েটিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বেঙ্গালুরুর সিটি পুলিশ কমিশনার বি দয়ানন্দের কথায়, ‘২০২২ সালের সেপ্টেম্বরে হ্যাল অঞ্চলের একটি পিজি অ্যাকোমোডেশন থেকে একটি ল্যাপটপ চুরির অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করা যায় কেউ একজন তিনটি ল্যাপটপ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এর পরে জানা যায় ওই থানা এলাকার আরও অনেক পি জি অ্যাকোমোডেশন থেকেই ল্যাপটপ চুরি হয়েছে ওই বছরেই। সব ক্লু এক জায়গায় করে ও বিভিন্ন পি জি ও রাস্তার সিসিটিভি এবং অন্য কিছু ইলেকট্রনিক ডিভাইস খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। মঙ্গলবার তাঁকে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

    পুলিশের দাবি, জাসসু বি টেক পাশ। নয়ডার একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করতেন বলে সেখানেই থাকতেন। ২০২২-এ তিনি বেঙ্গালুরুতে আসেন চাকরির ইন্টারভিউ দিতে। এসে উঠতেন কোনও পিজি-তে। বহু সময়েই দেখতেন অন্যরা ল্যাপটপ রেখে বেরিয়েছেন। তখন তা হস্তগত করতেন তিনি।

    আবার ডিনারের সময়ে বা অন্য কোনও ফাঁকা সময়ে তিনি ওখান থেকে তিনি ল্যাপটপ হাতিয়ে নিতেন। তারপর সেই পিজি ছেড়ে তিনি চলে যেতেন। তদন্তে জানা গিয়েছে, ওই সহ ল্যাপটপ তিনি ৫ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্স মার্কেটে বিক্রি করে দিয়ে ফিরে আসতেন।

    দিন কয়েকের জন্য এসে উঠতেন নতুন কোনও পিজিতে। তারপর একই ভাবে চলত হাত সাফাই। তবে শুধু পিজি থেকে নয়, বিভিন্ন সফটঅয়্যার ফার্ম থেকেও তিনি এই চুরি করতেন বলে অভিযোগ। একজন শিক্ষিত তরুণী কেন এই চৌর্যবৃত্তিকেই ‘পেশা’ করতে চাইলেন, তা নিয়ে নিশ্চিত নয় পুলিশ।

    সিপি-র কথায়, ‘জাসসু এখনও পর্যন্ত মোট ক’টি ল্যাপটপ চুরি করেছেন, কতগুলো বিক্রি করেছেন, চুরি যাওয়া ল্যাপটপগুলোর প্রকৃত মালিক কারা — সবই খোঁজ নেওয়া হচ্ছে। অভিযুক্ত এখনও এই চুরির কারণ জানাননি।’
  • Link to this news (এই সময়)